1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় কবির জন্মদিনে শ্রদ্ধা

২৫ মে ২০১৬

আজ ১১ই জ্যৈষ্ঠ৷ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই৷ কেউ কেউ লিখেছেন কবিতা৷

https://p.dw.com/p/1Iu5Y
জাতীয় পতাকা
ছবি: DW/M. Mamun

বাংলাদেশের জাতীয় কবি হলেও সব বাঙালিরই আসলে প্রিয় কবি নজরুল৷

তাই ভারতের ত্রিপুরা থেকে তথাগত রায় টুইটারে লিখেছেন, আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন৷

আফতাব আলম টুইটারে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানিয়েছেন৷ তিনি আরো যা লিখেছেন...

এম ইউ সোহেল খান চার ছত্র কবিতা তুলে দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ‘সাম্যের কবি'-র প্রতি৷

মোরতাজা সামহোয়্যারইন ব্লগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা তুলে ধরেই তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন৷

হাসান জাকির একই ব্লগে লিখেছেন,

‘‘বিদ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম৷ বাঙালির আত্মপরিচয় ও জাতিসত্তার সাথে যে নাম জড়িত৷'' তাঁর অভিযোগ, ‘নজরুল প্রতিভার যথাযথ মূল্যায়ন এ জাতি কি সেকাল কি একাল কোনোকালেই করেনি৷ নানা প্রতিকূলতার মাঝেও সপ্রতিভ এ কবির প্রতিভা বিকাশের পথ সর্বদাই ছিল রুদ্ধ ও অবহেলিত৷ ১১৭ তম জন্ম জয়ন্তিতে কবির প্রতি রইল সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলী....'

কাজী ফাতেমা ব্লগে কবিকে শ্রদ্ধা জানিয়ে কবিতায় লিখেছেন,

‘‘তুমি মোদের মহান কবি

গল্প কবিতায় তোমায় পাই

গানের বুলবুলি ও নজরুল

মনানন্দে তোমার গান গাই

ধুমকেতুর মতোই তোমার

আবির্ভাব বাংলা সাহিত্যে

তোমার লেখা গান কবিতা

সুখের ছন্দ আনে চিত্তে৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য