1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের জন্যে কনসার্টের আয়োজনে জ্যাকি চ্যান

২৫ মার্চ ২০১১

জাপানে প্রলয়ংকরী ভূমিকম্প, সুনামি ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পরে সেখানে ত্রাণ তৎপরতার জন্য অর্থ তুলতে একটি কনসার্টের নেতৃত্ব দিতে যাচ্ছেন হলিউড এ্যাকশন হিরো জ্যাকি চ্যান৷

https://p.dw.com/p/10hFX
সিনেমার অ্যাকশনকেও কমেডি রুপ দিয়েছেন চ্যানছবি: AP

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ঐ কনসার্টে আরো প্রায় একশো শিল্পী অংশ নেবেন৷ বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আরো রয়েছেন প্রখ্যাত গায়ক হ্যাকেন লি, অভিনেতা এরিক সাং এবং মডেল এ্যাঞ্জেলা বেবি৷ ‘লাভ বিয়ন্ড বর্ডার ৩১১' শিরোনামে চারঘন্টা ব্যাপী এই কনসার্টের আয়োজনের মূলে রয়েছেন জ্যাকি চ্যান ও হংকং-এর বিনোদন শিল্প জগতের আরো কিছু সদস্য৷ আগামী শুক্রবার, পয়লা এপ্রিল হংকং-এর ভিক্টোরিয়া পার্কে সন্ধ্যা ৭টায় কনসার্টের সরাসরি সম্প্রচার শুরু করা হবে৷

আশা করা হচ্ছে, অংশগ্রহণকারী সেলিব্রিটিদের উদ্যোগে আয়োজিত ঐ কনসার্ট থেকে প্রায় ৫১ লক্ষ মার্কিন ডলার জাপানের ত্রাণ সহায়তায় উঠে আসতে পারে৷ এই সম্পর্কে নিজের ওয়েবসাইটে চ্যান লিখেছেন, এই কনসার্টের আয়োজন করা হয়েছে অর্থ তোলার জন্যে এবং জাপানি জনগণের ধৈর্য ও উদ্যোগের প্রশংসা করার জন্যে৷ চ্যান বলেন, ‘‘জাপানের ভূমিকম্প প্রলয়ংকরী এবং আমি জাপানি জনগণকে জানাতে চাই যে, আমার চিন্তা তাদের সঙ্গেই রয়েছে৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন