1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের পথে নকল সিংহ!

২৪ জুন ২০১৯

জাপানের এহিমে শহর৷ চিড়িয়াখানার খাঁচা ভেঙে মূল সড়কে এক সিংহ৷ শহর জুড়ে উত্তেজণা, জনমনে আতঙ্ক৷ টোবি জাদুঘরের লোকজন রাস্তায় নেমেছেন সিংহটি ধরতে৷ পারবেন তো উদ্বেগ-উৎকণ্ঠা থেকে শহর বাঁচাতে?

https://p.dw.com/p/3Kz9X
Deutschland l „Serengeti-Park“ in Hodenhagen l Löwen
ছবি: Imago/Imagebroker

আঁতকে উঠবেন না! এটা সত্য কোনো গল্প নয়৷ তবে, এমন পরিস্থিতি হলে, করণীয় কি? তারই প্রশিক্ষণে ঘটনাটি সাজিয়েছে টোবি জাদুঘর৷ তাই বলে তো আর বনের সিংহকে মাঠে ছাড়া যায় না! অতপর, সিংহ বেশে হাজির হলেন এক মানুষ৷

বনের পশুর মতো আচরণ করলেন তিনি৷ আক্রমণ চালালেন উদ্ধারকর্মীদের ওপর৷ কিন্তু ঘায়েল করার কৌশলটাও চিড়িয়াখানা কর্মীদের জানা৷ তাই নিজেদের দক্ষতা আরেক দফা ঝালিয়ে নিলেন তারা৷

ঘটনাটি বন্দি করেছে, স্থানীয় এক সংবাদ মাধ্যম৷ আর সেটি অনলাইনে পোস্ট করতেই, হিড়িক লেগেছে ভিডিওটি দেখার৷ শনিবার অনলাইনে আসার পর, এখন পর্যন্ত ৪৩ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন৷

মজার ব্যাপারা হচ্ছে, এই প্রশিক্ষণ ভিডিওর এক ফাঁকে দেখা যাবে, বনের আসল সিংহকে৷ মনে হচ্ছে, তাকে ধরার কৌশলটি বেশ গুরুত্ব দিয়েই বোঝার চেষ্টা করছি সিংহটি৷

টিএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য