1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের হাই স্পিড রেল দেখে মুগ্ধ সোয়ার্জেনেগার

১৪ সেপ্টেম্বর ২০১০

ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড সোয়ার্জেনেগার চাইছেন তাঁর রাজ্যের রেল যোগাযোগ ব্যাবস্থা আরো আধুনিক করতে৷ আর তাই তিনি জাপানের সর্বাধুনিক হাই স্পিড বুলেট ট্রেন ব্যবস্থা স্বচক্ষে দেখতে নিজেই চেপে বসলেন সেই ট্রেনে৷

https://p.dw.com/p/PBcV
ক্যালিফোর্নিয়া,আর্নল্ড সোয়ার্জেনেগার, গভর্নর, জাপান, হাই স্পিড বুলেট ট্রেন, এশিয়া, Japan, Arnold Schwarzenegger, California, Governor, High speed Bullet Train, Asia, Millions
হাই স্পিড রেলে চড়ে বেশ খুশি হলিউড হিরো সোয়ার্জেনেগারছবি: picture-alliance/ dpa

হলিউড স্টার সোয়ার্জেনেগার এখন রয়েছেন এশিয়া সফরে৷ মঙ্গলবার তিনি জাপানের সর্বশেষ মডেলের বুলেট ট্রেনে চড়লেন৷ সোয়ার্জেনেগারের সঙ্গে রয়েছেন প্রযুক্তি, পর্যটন এবং বিনোদন শিল্পের প্রায় শ'খানেক প্রতিনিধি৷ রাজ্যের যোগাযাগ ব্যবস্থা উন্নয়নের ইচ্ছের পাশাপাশি আরো একটি ইচ্ছে রয়েছে তাঁর৷ আর তা হচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে তাঁর রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক জোরদার৷

Flash-Galerie Wochenrückblick KW 48 ICE-Zug
এও হাই স্পিড৷ তবে জার্মানির আইসিইছবি: AP/DBAG/Warter

ব্যস্ত টোকিও স্টেশন থেকে গভর্ণর সোয়ার্জেনেগার সর্বশেষ সিরিজের ই-ফাইভ বুলেট ট্রেনের চালকদের কেবিনে উঠে বসেন৷ টোকিও'র উত্তরাঞ্চলের শহরতলি ওমিয়াতে যাওয়া এবং ফিরে আসার ৬০ মিনিটের এই রাউন্ড ট্রিপের পুরোটা সময় সোয়ার্জেনেগার ট্রেনেই ছিলেন৷ তিনি তাঁর এই সফরে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই বিশেষ রেলে ভ্রমনের ব্যাপারটি ছিমছাম,ঝামেলাহীন এবং খুবই আনন্দের৷ সোয়ার্জেনেগারকে ট্রেনের প্লাটফর্মে স্বাগত জানান জাপানের পরিবহণমন্ত্রী সেইজি মায়েহারা৷

২০৩০ সালের মধ্যে একটি উচ্চ গতি সম্পন্ন রেল ব্যবস্থা তৈরীর পরিকল্পনায় ক্যালিফোর্নিয়াকে সাহায্য করার চুক্তিটি পাবে বলেই আশা করছে জাপান৷ এই ট্রেন প্রতি বছর ৯০ মিলিয়ন যাত্রী বহন করতে পারবে৷ আর এই হাই স্পিড রেল ব্যবস্থার কেন্দ্র হবে লস এঞ্জেলেস- সান ফ্রানসিস্কো লাইন৷ 

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়