1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে আবারো ভূমিকম্প, রোগীর সংখ্যা বাড়ছে

৮ এপ্রিল ২০১১

বৃহস্পতিবার রাতের সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১৷ ঘটনার পরপর ঐ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তা তুলে নেওয়া হয়৷ শক্তিশালী এই আফ্টারশকে চার জন নিহত এবং প্রায় ১শ জন আহত হবার খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/10pzj
মানবদেহে তেজস্ত্রিয়তার মাত্রা পরীক্ষা চলছেছবি: AP

১১ই মার্চের ভয়াবহ ভূমিকম্পের পর কয়েকটি আফ্টারশক আঘাত হেনেছে৷ এবং তারপর ২৭ দিন পরে আবারো আঘাত হানলো ৭ উর্ধ্ব মাত্রার এই ভূমিকম্প৷ আর বৃহস্পতিবারের ঐ ভূমিকম্পও আঘাত হেনেছে সেই একই অঞ্চলে৷ অর্থাৎ জাপানের উত্তর-পূর্বাঞ্চলেই৷ এদিকে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো শুক্রবার জানিয়েছে, জাপানের ১.১৮ মিলিয়ন বাড়ি এখনও বিদ্যুৎ সংযোগহীন৷ ১১ই মার্চের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উত্তর-পূর্বাঞ্চলের মানুষ এখনও লড়াই করে চলেছেন৷ আর তারমধ্যে আবারো এই বড় মাত্রার ভূমিকম্প কিছুটা হলেও তাঁদেরকে থমকে দিয়েছে৷

এদিকে বৃহস্পতিবারের ভূমিকম্পে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের চুল্লিগুলোতে নতুন করে আর কোনো সমস্যা দেখা দেয়নি বলে টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি বা টেপকোর কর্মীরা জানিয়েছেন৷ তাঁরা বলছেন, সেখানে এখন পর্যন্ত অস্বাভাবিকতার কোনো লক্ষণ দেখা যায়নি৷

Fukushima Atomkraftwerk Untersuchung des Bodens Radioaktivität
চলছে মাটি পরীক্ষাছবি: AP

ওদিকে ১১ই মার্চের ভূমিকম্পের পরে শুক্রবার, প্রথমবারের মত টোকিও স্টক এক্সচেঞ্জ তাদের সর্বোচ্চ লেভেলের লেনদেনের খুব কাছাকাছি পৌঁছেছে৷ যদিও বৃহস্পতিবারের ৭.১ মাত্রার ভূমিকম্প স্টক এক্সচেঞ্জে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি৷ গত মাসে ৯ মাত্রার ঐ ভূমিকম্প এবং ভূমিকম্পের পর সুনামিতে প্রায় ২৭ হাজার মানুষ মারা যান৷ নিখোঁজ রয়েছেন এখনও ১৫ হাজার মানুষ৷

অপরদিকে জাপানের ফুকুশিমা পারমাণবিক প্রকল্প থেকে তেজস্ক্রিয় মিশ্রিত পানি সাগরে প্রবাহিত হবার বিষয়টি নিয়ে চীন উদ্বেগ প্রকাশ করেছে৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যপারে উদ্বেগ প্রকাশ করে সাগরের পরিবেশ রক্ষায় প্রতিবেশী দেশের প্রতি শুক্রবার আহ্বান জানানো হয়েছে৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই এক বিবৃতিতে বলেন, ‘‘জাপানের প্রতিবেশী দেশ হিসেবে স্বাভাবিকভাবেই এ ব্যপারে আমারা আমাদের উদ্বেগ প্রকাশ করছি৷ আমরা আশা করবো জাপান আন্তর্জাতিক আইন মেনে তাদের কাজ করবে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে৷''

জাপানের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ফুকুশিমা পারমাণবিক প্রকল্পের কাছাকাছি অঞ্চল থেকে পণ্য উৎপাদনের ব্যপারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তার মধ্যে কিছু অঞ্চল থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে৷ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঐ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে খবর৷

সর্বশেষ একটি খবরে জানা গেছে, জাপানে ভূমিকম্প অসুস্থতা দেখা দিয়েছে৷ ১১ই মার্চের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে শতশত আফ্টারশকের পরিপ্রেক্ষিতেই একরকম অসুস্থ বোধ করছে মানুষ৷ মাজিরো ইউনিভার্সিটি ক্লিনিকের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘মাথা ঝিম ঝিম করা বা মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে আমাদের কাছে আসা রোগীর সংখ্যা বাড়ছে৷'' বিশেষজ্ঞরা সেখানে কান, নাক এবং গলার অবস্থা পরীক্ষা করছেন৷ হাসপাতালটির প্রধান চিকিৎসক জানিয়েছেন, ভূমিকম্প অসুস্থতার কারণে এই ধরণের সমস্যাগুলোই দেখা দেয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদানা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান