1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার

১৭ ডিসেম্বর ২০২০

জাপানের নিগাতা ও গুনমা জেলায় গত তিনদিন ধরে ভারী তুষারপাত হয়েছে৷ ফলে প্রায় ১০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷ প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা জরুরি বৈঠক ডেকেছেন৷

https://p.dw.com/p/3mqdO
Heftige Schneefälle und Schneestürme in Japan
ছবি: Taketo Oishi/AP Photo/picture alliance

সরকারি প্রচারমাধ্যম এনএইচকে বলছে, ঐ দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু বরফ জমা হয়েছে৷

ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্য়ে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে৷ আরেকটি এক্সপ্রেসওয়েতে প্রায় দুশ গাড়ি আটকা পড়েছিল৷

আবহাওয়া দপ্তর আরও তুষারপাত ও তুষারধসের আশঙ্কা করছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য