1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপান থেকে ফিরে এলেন ৫২ জন বাংলাদেশি

১৮ মার্চ ২০১১

ভূমিকম্প-সুনামি বিধ্বস্ত জাপান থেকে ৫২ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন৷ তাদের মধ্যে ভূমিকম্পের চেয়ে তেজস্ক্রিয়তার আতংক বেশি৷ ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা জানিয়েছেন তাদের ভয়াল অভিজ্ঞতার কথা৷

https://p.dw.com/p/10bzB
বাতাসে বিষ! (ফাইল ফটো)ছবি: AP

জাপান থেকে ঢাকায় ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে আতংক আর ভয়ের ছাপ৷ তারা যেন জীবন নিয়ে সেখান থেকে চলে আসতে পারায় হাঁফ ছেড়ে বাঁচলেন৷ কারণ এই বাংলাদেশি নাগরিকদের ভূমিকম্পের তেমন কোন পূর্ব অভিজ্ঞতা নেই৷ তাই ভূমিকম্প , সুনামি এবং ভূমিকম্প পরবর্তী আফটার শকের মধ্যে তারা সেখানে থাকতে আর সহস করেননি৷ এদের কেউ সেখানে চাকরি করতেন, কেউ বা করতেন পড়াশুনা৷ তাদের আবাসস্থলও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

তবে ভূমিকম্পের চেয়ে তারা বেশি আতঙ্কিত হয়ে পড়েন তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ায়৷ ফলে তারা আর কোনভাবেই জাপানে থাকাকে নিরাপদ মনে করেননি৷

এদিকে তাদের ফিরে আসার খবরে বিমানবন্দরে ভিড় করেন তাদের আত্মীয়-স্বজন৷ তারা আপনজনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন৷

সুনামি এবং পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে বিস্ফোরণের কারণে বাংলাদেশ সরকার সেখানে বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে৷ ফিরে আসা ৫২ জনকে সুনামির পর সেন্দাই থেকে টোকিও নিয়ে আসা হয়েছিল৷ আর টোকিও থেকে বাংলাদেশি দূতাবাস নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন,ডয়চে ভেলে , ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী