1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামাতের ১৯ নেতা-কর্মী ৩ দিনের রিমান্ডে

২৯ অক্টোবর ২০১০

বৃহস্পতিবার রাজধানী ঢাকার মিরপুর থেকে গ্রফতার করা জামাত নেতা-কর্মীদের ৩দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷ তাদের কাছে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ছিল বলে অভিযোগ৷

https://p.dw.com/p/Ptys
জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীছবি: Mustafiz Mamun

জামাতের সাবেক এমপি এবং সহকারি সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান এবং খুলনা মহানগর জামাতের আমীর শফিকুল আলমসহ ২০ জনকে আদালতে হাজির করা হয় শুক্রবার দুপুরের পর৷ আদালতে সরকার পক্ষের আইনজীবী এম এ কামরুল ইসলাম খান বলেন, তাদের কাছে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বইপত্র পাওয়া গেছে৷ তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং যুদ্ধাপরাধের বিচারকাজ বাধাগ্রস্ত করার জন্য সক্রিয় ছিল৷

আদালতে জামাত নেতাদের আইনজীবী এ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন বলেন, তাদের গ্রেফতার করা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছুই না৷ কারন তারা প্রকশ্যে বৈঠক করছিলেন৷ তাদের ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে বিস্ফোরক রাখার অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে৷

১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১৯ জামাত নেতা-কর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় রুবেল মৃধা নামে একজনকে কিশোর সংশোধনাগারে পাঠান হয়েছে৷

অন্যদিকে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহারুল ইসলাম এই গ্রেফতারের প্রতিবাদ করে ৪ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক