1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামিন পেলেন লিন্ডসে লোহান

২৩ এপ্রিল ২০১১

লিন্ডসে লোহানকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে৷ আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২০ দিন কারাবাসের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তাঁকে জামিনে মুক্তি দেওয়া হলো৷

https://p.dw.com/p/112r6
লিন্ডসে লোহানছবি: picture alliance / dpa

শেরিফ দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ৭৫ হাজার ডলারের বিনিময়ে লোহানকে শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে মুক্তি দেওয়া হয়৷ লস অ্যাঞ্জেলেসে সাগর সংলগ্ন ভেনিস সৈকতের একটি অত্যন্ত অভিজাত স্টোর থেকে একজন ডিজাইনারের একটি নেকলেস চুরির অভিযোগ রয়েছে লোহানের বিরুদ্ধে৷ ২০০৭ সালে মাদক এবং নেশাসক্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যে ২৪ বছর বয়সের ঐ অভিনেত্রীকে আচরণ শোধরানোর নির্দেশ দেওয়া হয়৷ নেকলেস চুরির অভিযোগের পরে ঐ আচরণবিধি লঙ্ঘনেরই অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷

এর আগে বিভিন্ন অভিযোগে ঐ হলিউড স্টারের শাস্তির মেয়াদ ছিল সংক্ষিপ্ত৷ কিন্তু এইবারের অভিযোগটি নিয়ে তাঁকে সমস্যায় পড়তে হয়৷ লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক স্টেফানি সাউটনার বলেন, লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ তাঁকে সার্চ ওয়ারেন্ট নিয়ে খুঁজছে এই কথা জানতে পারার পরেই লোহান বুঝতে পারে তাঁর সাথে করে নিয়ে আসা নেকলেসটি ফিরিয়ে দেওয়া উচিৎ৷ এবং সে তখন সেটি ফিরিয়ে দেয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই