‘জার্মানরা প্রমাণ করল যে তারা উদার’ | পাঠক ভাবনা | DW | 25.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মানরা প্রমাণ করল যে তারা উদার’

‘৫০০ জার্মান সৈন্য এবোলার বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি' – ২৪ ঘণ্টার মধ্যেই জার্মানির ৫০০ জন সেনাসদস্য জানিয়েছেন যে, তাঁরা স্বেচ্ছায় এবোলার বিরুদ্ধে সংগ্রামে যেতে রাজি৷ ফেসবুকে এই প্রতিবেদনটিতে ‘লাইক' পড়েছে প্রায় ৪০০টি৷

বন্ধু ওমর ফারুক লিখেছেন, ‘‘জার্মানরা প্রমাণ করল তারা শুধু কঠিন হৃদয়ের অধিকারীই নয়, অনেক উদারও বটে৷''

ডিডাব্লিউ-র ফেসবুক পাতায় জাহিদ হাসানের মন্তব্য, ‘‘জার্মান সৈন্যরা কি এবোলো ভাইরাসের সাথে যুদ্ধ করতে যাবে? এ তো আজব হেডলাইন!''

কারখানার জন্য রোবট তৈরি করছে জার্মান কোম্পানি

রোবটকে দিয়ে আজকাল কলকারখানায় অনেক কাজ করানো হচ্ছে৷ কিন্তু তার মগজে অনুভূতি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঢোকানো সম্ভব কি?

Ebola in Liberia 09.09.2014

পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে এবোলা ভাইরাসের সংক্রমণ মহামারির রূপ নিয়েছে

বিজ্ঞানীরা কিন্তু সেই চেষ্টাই করছেন৷ এমনই একটা প্রশ্ন আমরা রেখেছিলাম পাঠকবন্ধুদের কাছে৷

উত্তরে বন্ধু মহিউদ্দিন লিখেছেন, ‘‘না, এটা আদৌ সম্ভব না৷''

আসাদুজ্জামান সরকার লিখেছেন, ‘‘সম্ভব হবে ভবিষ্যতে...কিন্তু এর পরিণাম যে কী ভয়াবহ হবে মানুষ তা চিন্তাও করতে পারবে না!!!''

- বন্ধুরা, আমাদের ফেসবুক পাতায় এ মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ৷ তবে অনেকেই কিন্তু নিজস্ব মতামত না জানিয়ে বা বিষয়ভিত্তিক কিছু না লিখে নানা ধরনের বিজ্ঞাপন ‘পোস্ট' করছেন৷ তাঁদের কাছে আমাদের অনুরোধ, মন্তব্যের ঘরে শুধু আপনাদের সুচিন্তিত মতামতই দিন৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন