1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিকে রাশিয়ার পাল্টা জবাব

১২ ডিসেম্বর ২০১৯

জার্মানিতে জর্জিয়ার এক নাগরিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছিল বার্লিন৷ এর জবাবে মস্কোও দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে৷

https://p.dw.com/p/3UhWK
ছবি: picture-alliance/dpa/S. Fadeichev

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেকে পাঠানো হয় মস্কোয় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে৷ সেখানে তাঁকে দুই কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত জানানো হয়৷

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় , জার্মানির নেয়া পদক্ষেপের জবাবে তাদেরও এই পদক্ষেপ৷

এদিকে, বিষয়টি ভালোভাবে নেয়নি বার্লিন৷ জার্মান পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ ‘ভুল বার্তা দিচ্ছে এবং অগ্রহণযোগ্য'৷

ডয়চে ভেলের মস্কো প্রতিনিধি এমিলি শেরউইন জানিয়েছেন, গেল বছর রাশিয়ান স্পাই সের্গেই স্ক্রিপালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও রাশিয়া উভয়েই ২৩ জন করে পরস্পরের কূটনীতিক বহিষ্কার করে৷ বিষয়টি সে পর্যায় পর্যন্ত যাতে না গড়ায় তাই সতর্ক মস্কো ও বার্লিন দু'পক্ষই৷

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ প্রসঙ্গে বলেন, রাশিয়ার কাছে কোনো বিকল্প ছিল না৷ তবে এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো নেতিবাচক সম্পর্ক তৈরি করবে না৷

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেন, বার্লিনে জর্জিয়ান নাগরিক হত্যাকাণ্ডে তদন্তে জার্মানিকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে৷

গেল আগস্টে এই জর্জিয়ান নাগরিককে দিনের বেলাতেই বার্লিনে একটি পার্কে গুলি করে হত্যা করা হয়৷ ৪০ বছর বয়সী জেলিমখান খানগোশভিলি নামের ঐ ব্যক্তি দ্বিতীয় চেচেন যুদ্ধের পর ইউক্রেন ও রাশিয়ার জন্য ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত কাজ করেছেন৷ তাঁর হত্যাকাণ্ডে মস্কোর হাত রয়েছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে জার্মান তদন্তকারীদের কাছে৷

জেডএ/কেএম (রয়টার্স, ডিপিএ)