1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অর্থপাচার রেকর্ড হারে বেড়েছে

২১ আগস্ট ২০২০

জার্মানিতে অর্থ পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের সন্দেহজনক ঘটনা ২০১৯ সালে ৫০ ভাগ বেড়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ সংক্রান্ত গোয়েন্দা সংস্থা৷ তারা বলছে, আবাসন খাতে সবচেয়ে বেশি সন্দেহজনক অর্থ লেনদেন হয়েছে৷

https://p.dw.com/p/3hAcP
ছবি: picture-alliance/dpa/H. Kaiser

জার্মানির অর্থপাচারবিরোধী কেন্দ্রীয় সংস্থা অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের ১ লাখ ১৪ হাজার ৯১৪টি ঘটনা নথিভুক্ত করেছে গত বছর, যা ২০১৮ সালের চেয়ে ৫০ ভাগ বেশি৷ মঙ্গলবার তাদের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্লিনের সংবাদপত্র টাগেসস্পিগেল৷ জার্মানির বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, নোটারি ও আবাসন সংস্থার এজেন্টের কাছ থেকে পাওয়া গেছে এসব তথ্য৷ এসব ঘটনায় ৩ লাখ ৫৫ হাজার সন্দেহজনক অর্থ লেনদেন হয়েছে৷ ফিনেন্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের প্রধান টাগেসস্পিগেলকে জানিয়েছেন, একটা সমস্যা হল জার্মানিতে অর্থ পাচারের মামলাগুলোর আইনি ফাঁকফোকর রয়েছে৷

অর্থপাচারের ৭৭ হাজার ঘটনার মধ্যে বেশিরভাগই আবাসন মার্কেটে৷ এই সমস্যা সমাধানে গত বছরের নভেম্বরে জার্মান আইনজীবীরা অর্থপাচার রোধে খসড়া আইন পাস করেন৷ আবাসন খাতে সন্দেহভাজন এজেন্টদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে ওই আইনে৷

আবাসন খাতের মাধ্যমে অর্থপাচারের কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মান আইন সংস্কারের আহ্বান জানিয়েছিল ২০১৭ সালে৷ সেসময় তিন হাজার কোটি ইউরো অবৈধভাবে জার্মান আবাসন মার্কেটে ব্যবহার হয়েছিল বলে রিপোর্ট ছিলো তাদের কাছে৷ এসব বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ইটালির মাফিয়া চক্রগুলো৷ তারা জার্মানিতে ভবন নির্মাণ, ভবন সংস্কার, বাড়ি কেনা, বিক্রি বা ভাড়া নেয়ার মাধ্যমে আবাসন খাতে অর্থ বিনিয়োগ করে৷

২০১৭ সালের মে মাসের ছবিঘরটি দেখুন...