1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আটকে আফগান শরণার্থীরা

৫ অক্টোবর ২০২১

মার্কিন উদ্ধারকাজ বন্ধ। আফগানিস্তান থেকে অ্যামেরিকার পথে হাজার হাজার শরণার্থী আটকে জার্মানিতে।

https://p.dw.com/p/41GGe
আফগান শরণার্থী
ছবি: Oliver Dietze/dpa(picture alliance

তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে অ্যামেরিকা যাদের উদ্ধার করেছে, তাদের মূলত দুইটি বিমান ঘাঁটির মাধ্যমে অ্যামেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমটি কাতারে অবস্থিত মার্কিন এয়ারফোর্সের বেস এবং দুই জার্মানির মার্কিন বেস। বস্তুত, জার্মানিতে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় সেনা ঘাঁটি আছে অ্যামেরিকার। ফলে আফগানিস্তান থেকে উদ্ধার করা আফগান নাগরিকদের প্রথমে জার্মানির বিমান ঘাঁটিতে নামিয়ে ফের সেখান থেকে তাদের অ্যামেরিকার বিমানে চড়ানো হচ্ছিল। কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে আচমকাই বাইডেন প্রশাসন জার্মানিতে বিমান পাঠানো বন্ধ করে দেয়। তাদের বক্তব্য, যে আফগানদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তাদের অনেকের হাম হয়েছে। অসুখ না কমলে তাদের অ্যামেরিকায় ঢুকতে দেওয়া হবে না।

জার্মানির দুইটি মার্কিন বিমান ঘাঁটিতে ওই শরণার্থীরা আছেন। একটির নাম রেমস্টেইন এবং অন্যটি কাইজারসলউটার্ন। সব মিলিয়ে নয় হাজার ১৩৯জন শরণার্থী সেখানে আটকে আছেন। জার্মানি জানিয়ে দিয়েছে, কোনোভাবেই তারা ওই শরণার্থীদের গ্রহণ করবে না। অ্যামেরিকাকেই তাদের উদ্ধার করে নিয়ে যেতে হবে। তবে হাম, পক্স-সহ একাধিক টিকা তাদের দেওয়া হচ্ছে। জার্মান প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত মাত্র একজনের শরীরে হামের চিহ্ন পাওয়া গেছে। তার চিকিৎসা চলছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, সবাইকে টিকা দেয়া হয়ে গেলে ফের তারা জার্মানিতে বিমান পাঠাবে এবং ওই শরণার্থীদের নিজেদের দেশে নিয়ে যাবে।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)