1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আবাসিক ভবনে বিস্ফোরণ, হতাহত

১৩ ডিসেম্বর ২০১৯

জার্মানির ব্লাংকেনবুর্গ শহরে এক আবাসিক ভবনে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ এছাড়া অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন৷ যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটি ও তার কাছের একটি কিন্ডারগার্টেন থেকে সবাইকে বের করে নেয়া হয়েছে৷

https://p.dw.com/p/3Um8g
Explosion in Blankenburg
ছবি: picture-alliance/dpa/Polizeiinspektion Magdeburg

জার্মান গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিস্ফোরণে নিহত ব্যক্তির বয়স ৭৮ বছর৷ পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এটি একটি গ্যাস বিস্ফোরণ৷ তবে, শহরটির মেয়র হাইকো ব্রাইটহপ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে ভবনটিতে কোন ‘গ্যাস হিটিং'-এর সংযোগ ছিল না৷ আবার কর্তৃপক্ষ এই বিস্ফোরণের পেছনে পরিকল্পিত কিছু ছিল বলেও মনে করছে না৷

শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টার কিছু আগে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ ঘটনার পরপরই ভবনটি এবং পাশের একটি কিন্ডারগার্টেন থেকে সবাইকে বের করে আনা হয়৷ কিন্ডারগার্টেনের কোন শিশু অবশ্য বিস্ফোরণে আহত হয়নি৷

পাঁচ তলা ভবনটির প্রথম তলায় বিস্ফোরণ ঘটে৷ এরফলে সেটি বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে কিনা তাও যাচাই করছে পুলিশ৷

এআই/জেডএ (রয়টার্স, ডিপিএ)