1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আয় বৈষম্য বেড়েছে

২৪ এপ্রিল ২০১৮

জার্মানির অধিকাংশ মানুষই মনে করেন, দেশে আয় বৈষম্য বেড়েছে৷ তবে আয় বৈষম্য বেড়ে যাওয়ার কথা বললেও জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ জার্মানই বলেছেন, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সবাই সমান সুযোগ পাচ্ছেন৷

https://p.dw.com/p/2wYCR
Symbolbild Einkommensunterschied
ছবি: picture-alliance/Eibner-Pressefoto

ষাট শতাংশেরও বেশি জার্মান মনে করেন, দেশটিতে আয় বৈষম্য ‘অনেক বেশি'৷ ইউরোপের ২৮টি দেশের মানুষের ওপর জরিপ চালিয়ে সোমবার ইউরোপীয় ইউনিয়ন ইউরোব্যারোমিটার যে রিপোর্ট প্রকাশ করে, সেখানে এ তথ্য এসেছে৷ 

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আয় বৈষম্য ‘অনেক বেড়েছে', এমনটা সবচেয়ে বেশি মনে করেন পর্তুগিজরা৷ সেখানকার ৯৬ শতাংশ মানুষই আয় বৈষম্যের প্রশ্নে একমত৷

আয় বৈষম্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে নেদারল্যাণ্ডসের মানুষের অভিযোগ সবচেয়ে কম৷ দেশটির ৫৯ শতাংশ মানুষ মনে করেন আয় বৈষম্য অনেক বেড়েছে৷

জরিপে অংশ নেওয়া ইউরোপের ২৮টি দেশের উত্তরদাতাদের মধ্যে গড়ে ৮১ শতাংশ মানুষ আয় বৈষম্য অনেক বেড়েছে বলে মনে করেন৷

জার্মানিসহ ইউরোপের উন্নত দেশগুলোতেও ধনী-গরিব বৈষম্য বাড়ছে– এমন আলোচনার মধ্যেই এই প্রতিবেদন প্রকাশিত হলো৷ কোনও কোনও অর্থনীতিবিদ বলছেন, এ ধরনের বৈষম্য প্রবৃদ্ধির জন্য ক্ষতিকর৷ তবে অনেকেই এ ব্যাপারেই এখন পর্যন্ত তেমন কোনো মন্তব্য করেননি৷

জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ জার্মান মনে করেন, ‘‘আয় বৈষম্য কমাতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত৷'' একই প্রশ্নে সায় দিয়েছেন শতকরা ৯৪ শতাংশ পর্তুগিজ৷ সরকারি পদক্ষেপের ব্যাপারে ডেনিশরা তালিকায় সবচেয়ে পিছিয়ে রয়েছে৷ তাদের ৫১ শতাংশ মানুষ এ ব্যাপারে সায় দিয়েছেন৷ আয় বৈষম্য বেড়ে যাওয়ার বিষয়ে অধিকাংশ একমত হলেও জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ জার্মান বলছেন, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সবাই সমান সুযোগ পাচ্ছেন৷

সমান সুযোগের প্রশ্নে সবচেয়ে বেশি ইতিবাচক উত্তর দিয়েছেন ডেনিশরা৷ তাদের ৮১ শতাংশ সমান সুযোগ পাওয়ার ব্যাপারে একমত৷ মাত্র ১৮ শতাংশ গ্রিক মনে করেন, তারা জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ পাননি৷

আলেকজান্ডার পিয়ারসন/ এইচআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য