জার্মানিতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্ক, সাড়া জাগিয়েছে | পাঠক ভাবনা | DW | 23.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানিতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্ক, সাড়া জাগিয়েছে

প্রতিদিনের সকাল ও রাতের অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ পুরো অনুষ্ঠান শুনছি ইন্টারনেটে৷ রাতের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে প্রচার হলেও শ্রবণমান খুবই খারাপ৷ বেশির ভাগ দিন একেবারেই শোনা যাচ্ছে না৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উজ্জ্বল উপস্থিতি নিয়ে পরিবেশনা শুনে মুগ্ধ হচ্ছি৷ মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের বিশেষ পরিবেশনা ও ওয়েবসাইটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বিশেষ পেজ একটি সুন্দর এবং সময় উপযোগী পদক্ষেপ৷ সাক্ষাত্কারগুলি আমাদের বিশেষভাবে মুগ্ধ করছে৷ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রতি বুধবার সকালের অধিবেশনে বিশেষ আলোচনা একটি সময় উপযোগী অনুষ্ঠান৷ আপনাদের এই চিন্তা ভাবনা দারুণ ফলপ্রসূ হবে,আমরা বিষয়টি সম্বন্ধে সঠিকভাবে জানতে পারছি, কারণ ডয়চে ভেলের প্রতিটি অনুষ্ঠান সঠিক ও তথ্য নির্ভর৷ বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জী ও মানস ভুঁইয়ার সাক্ষাৎকার প্রচারের অনুরোধ রইলো৷ মতামতসহ ধন্যবাদ জানিয়েছেন মহঃ হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব৷ চুপী, পূর্বস্থলী, বর্ধমান থেকে৷

জার্মানিতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্ক, সাড়া জাগিয়েছে তুর্কি এক তরুণীর আত্মজীবনী, ধর্ম সম্পর্কে অল্পবয়সীদের চিন্তাধারা’, ‘নিজ ধর্ম সম্পর্কে বাবা মায়ের ধারণাও কম’ এবং ‘দিতে হবে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা’ প্রতিটি অংশই খুব ভাল লেগেছে৷ সর্বোপরি জার্মানিতে ইসলাম ধর্ম শিক্ষার জন্য শিক্ষিত ইমাম ও শিক্ষক নিয়োগের কথা চিন্তা করা হচ্ছে, যারা ছাত্রছাত্রীদের ইসলাম ধর্ম সম্পর্কে প্রকৃত শিক্ষা দিতে পারবেন – এ কথা জেনে আরো ভাল লাগছে৷ আমাদের বিশ্বাসের এ উদ্যোগের ফলে জার্মানিতে ইসলাম ধর্মের লোকের সংখ্যা আরো বাড়বে এবং সবাই ইসলাম ধর্মকে সম্মান দেখাবে৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

‘মুসলিম ব্রিটিশ সুন্দরীকে হত্যার হুমকি’ এই প্রতিবেদনটি পড়ে আমরা আতঙ্কগ্রস্ত হচ্ছি৷ আগে মানুষ তারপর ধর্ম না আগে ধর্ম পরে মানুষ, কোনটা বিবেচ্য ঠিক করা মুশকিল৷ সভ্য জগৎ কী বলে? সুহৃত ব্যানার্জী৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা এবং প্রায় ২০ বছর ধরে অনুষ্ঠান শুনছি৷ বর্তমানে রাতে মিডিয়াম ওয়েভে ভলোই শুনতে পাচ্ছি তবে ছাদে উঠে৷ আর আমার মোবাইলে ১০২.০ এফএম ব্যান্ডেও মোটামুটি শুনতে পাচ্ছি, অনুষ্ঠান ভালো লাগছে৷ ডাকে পাঠানো পোষ্টকার্ডে একথা লিখেছেন সৈয়দ মোঃ মুসা, শাহা বাজার, হুগলী, ভারত৷

স্কুল পড়ুয়া ছেলে আর আর কর্ম ব্যস্ত স্বামী নিয়ে সংসারে আবদ্ধ আমি৷ মনের শান্তি আর চিন্তার মুক্তি খুঁজে পেয়েছি ডয়চে ভেলেতে৷ নিয়মিত অনুষ্ঠান শোনা, মতামত জানানো, ওয়েবসাইট দেখা, ফেসবুকে ঢুঁ মারা, সবকিছুতেই সাবলীল হয়েছি আমি৷ ডয়চে ভেলের কল্যাণে গ্রামের এক অখ্যাত মেয়ে হয়েও মিশে গেছি ডয়চে ভেলের বৃহৎ সংসারে৷ অংশ নিচ্ছি ডয়চে ভেলের ফেসবুকের ডিসকাশন বোর্ডে৷ শ্রোতাসংঘের সামাজিক/ সাংস্কৃতিক কর্মকাণ্ডের দৌলতে নিজের শহরে বেড়েছে পরিচিতি৷ ডয়চে ভেলেই আমার প্রেরণা তাই হাজার বেতারের ভিড়ে ডয়চে ভেলেই আমার প্রাণের সই৷ মুর্শিদাবাদ থেকে আমাদের পুরনো বন্ধু চৈতালী সরকারের চিঠি থেকে অংশবিশেষ তুলে ধরলাম৷ লম্বা চিঠিতে ফেব্রুয়ারি মাসে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কেও তাঁর ভালো না লাগা না লাগার কথা রয়েছে, রয়েছে ক্লাব কর্মকাণ্ডের খবরও৷

৭১এর বীর শহীদদের নিয়ে ধারাবাহিক পরিবেশনা আমাদের অনেক অনেক ভালো লেগেছে৷ আজ মহিউদ্দিন জাহাঙ্গীরকে নিয়ে পরিবেশনাও খুব ভালো লাগলো৷ মাইকেল হালদার, ভয়েস অব জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলে থেকে ভাটিয়ালী সংগীত শুনতে পেরে মনটা জুড়িয়ে গেলো এবং শহীদ শ্রদ্ধেয় জাহাঙ্গীরের দেশপ্রেমের কথা চির স্মরণীয় হয়ে থাকবে৷ তাপস নাথ, কলকাতা৷

আমি ডয়চে ভেলের একজন ভক্ত শ্রোতা৷ আমি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি৷ এখানে আমাদের যে বেতন ও ভাতা তা দিয়ে এই দ্রব্যমূল্যের বাজারে চলতে পারিনা৷ আমরা বেতন পাই মাত্র ৩৮৫০ থেকে ৪৭৫০ টাকা৷ এ ব্যাপারে ডয়চে ভেলের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই৷ সেনা কল্যাণ ভবন, ঢাকা৷ নিজের নাম জানাতে পারলামনা বলে মনে কিছু করবেন না, দুঃখিত৷

ক্যালিফোর্নিয়ার বাদাম ভারতে বিক্রি হচ্ছে, শিরোনামে আপনাদের ওয়েবসাইটের খবরটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে৷ অন্যান্য প্রতিবেদনগুলোও আকর্ষণীয় ও পড়ার মত৷ কৃষ্ণপদ বাইন, জলিরপাড়, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলের শ্রবণমান খুব দুর্বল৷ মিডিয়াম ওয়েভের শ্রবণমান আরো ভালো হোক এই প্রত্যাশা করি৷ জহুরুল ইসলাম, বেরহাওলিয়া, ফরিদপুর৷

৫২-এর ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী শহীদদের নিয়ে প্রচারিত বিশেষ অনুষ্ঠানমালা খুবই ভালো লেগেছে, ধন্যবাদ৷ মোঃ মোস্তাফিজুর রহমান, পূর্ব গোয়ালু, রংপুর৷

সংকলন: নুরুন্নাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন