1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে এমারজেন্সি ব্রেকের সমালোচনা

২২ এপ্রিল ২০২১

করোনা সংকট সামলাতে জার্মান সরকার দেশজুড়ে একক বিধিনিয়ম চালু করছে৷ বিরোধী পক্ষ ও অনেক মানুষ এমন পদক্ষেপের বিরোধিতা করছে৷ বার্লিনে বিক্ষোভ সামলাতে পুলিশকে বেগ পেতে হয়েছে৷

https://p.dw.com/p/3sM7r
Weltspiegel 16.04.2021 | Corona | Deutschland Hagen | nächtliche Ausgangssperre
ছবি: Jonas Güttler/dpa/picture alliance

বুধবার জার্মান সংসদের নিম্ন কক্ষ ফেডারেল স্তরে ‘এমারজেন্সি ব্রেক' অনুমোদন করেছে৷  করোনা সংকট মোকাবিলা করতে ফেডারেল স্তরে পদক্ষেপ নেবার ক্ষমতা আনতে চ্যান্সেলর  আঙ্গেলা ম্যার্কেলের সরকার সংক্রমণ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে৷ সংশোধিত এই আইন কার্যকর হলে বিশেষ ক্ষেত্রে গোটা দেশজুড়ে একই বিধিনিয়ম চালু করা হবে৷ রাজ্য, আঞ্চলিক বা স্থানীয় প্রশাসন আর ইচ্ছামতো নিয়ম শিথিল করতে পারবে না৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক সংক্রমণের গড় সাপ্তাহিক হার ১০০ পেরোলে রাতে কারফিউসহ একাধিক পদক্ষেপ নিতে হবে৷ সেই হার ১৬৫ পেরোলে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ বৃহস্পতিবার সংসদের উচ্চ কক্ষ ও তারপর প্রেসিডেন্টের অনুমোদনের পর আইনটি কার্যকর হবার কথা৷ বিরোধিতার মাত্রা কমাতে সরকার এই পদক্ষেপের মেয়াদ সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ প্রয়োজনে সংসদের অনুমোদন নিয়ে সেই মেয়াদ বাড়ানো যেতে পারে৷

বেড়ে চলা দৈনিক সংক্রমণের প্রেক্ষাপটে জার্মানিতে জোরালো পদক্ষেপ নেবার চাপ বাড়ছে৷ গত কয়েক দিন ধরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী দৈনিক সংক্রমণের হার প্রায় ৩০ হাজার ছুঁয়েছে৷ বুধবার স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান সংসদে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশজুড়ে প্রায় পাঁচ হাজার মানুষ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন৷

দেশজুড়ে একক ও স্পষ্ট বিধিনিয়ম চালু করা নিয়ে তেমন মতবিরোধ না থাকলেও নির্দিষ্ট কিছু পদক্ষেপের বিরুদ্ধে সংসদে বিরোধী পক্ষ সোচ্চার হয়েছে৷ নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা থেকে শুরু করে সংক্রমণের হিসেব নির্ধারণের মতো নানা সমালোচনা শোনা গেছে৷ আইনি সংশোধনের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে অভিযোগের হুমকিও দিয়েছে একাধিক মহল৷ বিশেষ করে রাতে কারফিউ জারি করার বিষয়টিকে ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক দেখা যাচ্ছে৷ উল্লেখ্য, প্রাথমিক খসড়ায় রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউয়ের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত সেই মেয়াদ এক ঘণ্টা কমিয়ে রাত দশটা করা হয়েছে৷ এ ক্ষেত্রে সরকার অন্যান্য দেশের সাফল্য তুলে ধরেছে৷ দোকানপাট বন্ধ রাখা, মানুষের মধ্যে দেখাশাক্ষাৎ কমিয়ে আনা, স্কুলে উপস্থিতি বন্ধ রাখার মতো একাধিক পদক্ষেপও সমালোচনার মুখে পড়েছে৷

সংসদে বিতর্কের সময় প্রায় আট হাজার বিক্ষোভকারী প্রস্তাবিত কড়া পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন৷ পারস্পরিক দূরত্ব ও মাস্ক পরার মতো নিয়ম অগ্রাহ্য করেছে বলে জানিয়েছে৷ বিক্ষোভকারীরা সরকারের ‘স্বৈরাচারী' আচরণের বিরোধিতা করে স্লোগান দেন৷ পুলিশের উপর হামলার দায়ে কিছু মানুষকে আটক করা হয়েছে৷ পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ দিন প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য