1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়িচাপায় দুজন নিহত, গুজব না ছড়ানোর আহ্বান

১ ডিসেম্বর ২০২০

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ট্রিয়ারে হেঁটে যাতায়াতের এলাকায় দ্রুত গতিতে ঢুকে পড়া একটি গাড়ির নীচে চাপা পড়ে দু’জন নিহত ও ১০ জন আহত হয়৷ ঘটনা সম্পর্কে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/3m4uC
ট্রিয়ারে পুলিশ ও দমকল বাহিনীর গাড়ি
ছবি: Harald Tittel/dpa/picture alliance

ঘটনার পর বার্তাসংস্থা ডিপিএকে পুলিশের এক মুখপাত্র জানান, চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া গাড়িটি আটক করার কথাও জানান তিনি৷ পুলিশের মুখপাত্র বলেন, ‘‘পথচারীদের এলাকায় একটি গাড়ির আঘাতে আহতদের আমরা উদ্ধার করেছি৷ গাড়িটি এবং তার চালককে আটক করা হয়েছে৷’’

পরে এক সংবাদ সম্মেলনে আটক ব্যক্তি জার্মান নাগরিক এবং তার বয়স ৫১ বছর বলে জানানো হয়৷

ঘটনার পরই জরুরি সেবার কর্মীরা সেখানে ছুটে যান৷ ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ৷ আকাশে হেলিকপ্টার টহল দিতে শুরু করে৷

‘গুজব ছড়াবেন না, ভিডিও প্রকাশ করবেন না’

এক টুইট বার্তায় জনগণের প্রতি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে রাইনলান্ড-পালাটিনেট রাজ্য পুলিশ৷ টুইটে বলা হয়েছে, ‘‘দয়া করে অনুমাননির্ভর তথ্য ছড়াবেন না৷ নির্ভরযোগ্য তথ্য ট্রিয়ার পুলিশের (@PolizeiTrier) কর্মীদের কাছে পাওয়া যাবে৷’’ আরেক বার্তায় ঘটনার প্রত্যক্ষদর্শী এবং অন্যরা কোনো ভিডিও করে থাকলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করে সরাসরি কর্তৃপক্ষের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছে ট্রিয়ার পুলিশ৷

এসিবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

২৩ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান