1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে

৫ ডিসেম্বর ২০১৯

জার্মানিতে ক্রমশ বাড়ছে গৃহহীন মানুষ৷ তাদের মাথা গোঁজার জন্য স্বল্প কিংবা দীর্ঘমেয়াদি পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই৷ একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে৷

https://p.dw.com/p/3UGHO
ছবি: picture-alliance/dpa/H. Kaiser

ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানিতে অন্তত তিন লাখ ১৩ হাজার মানুষের থাকার ঘর নেই৷ এই সংখ্যা সর্বোচ্চ পাঁচ লাখ ৪২ হাজার পর্যন্তও হতে পারে৷ জার্মান ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএমআর)-এর বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে৷

সংস্থাটি জানিয়েছে, সংজ্ঞাগত পার্থক্যের কারণে গৃহহীনদের নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন৷ বন্ধু, আত্মীয়-স্বজনদের সঙ্গে থাকতে বাধ্য হওয়া ব্যক্তি, ক্যাম্পে থাকা শরণার্থী, জরুরি আশ্রয়কেন্দ্র কিংবা গাড়ি, ক্যারাভানে যারা বাস করে তাদেরকেও অনেক ক্ষেত্রে গৃহহীন হিসেবে বিবেচনা করা হয়৷

গৃহহীনদের চাপ সবচেয়ে প্রকট জার্মানির রাজধানী বার্লিনে৷ ২০১৪ থেকে ২০১৬ সালে তাদের সংখ্যা সেখানে তিনগুণ বেড়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, আটটি ফেডারেল রাজ্যে গৃহহীনদের সংখ্যা গণনা করা হয় না এবং জাতীয়ভাবে এই বিষয়ে কোনো পরিসংখ্যান রাখা হচ্ছে না৷

ডিআইএমআর বলছে, জার্মান প্রতিষ্ঠানগুলো অস্থায়ী থাকার জায়গাতেই আধা স্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে৷ গৃহহীনদের জন্য ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হচ্ছে জার্মানির আইন অনুসরণ না করে৷ সেই সঙ্গে সব জায়গায় থাকার ব্যবস্থাও স্বাস্থ্যকর নয়৷

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কারণে মানুষ গৃহহীন থাকছে সেই কারণগুলো নিরসনেও কোনো মনযোগ দেয়া হচ্ছে না৷ মাদকাসক্তি, মানসিক কিংবা শারীরিক সমস্যার চিকিৎসায় নেই পর্যাপ্ত উদ্যোগ বা সুবিধা৷

গৃহহীনদের আবাসনের জন্য একটি জাতীয় মানদণ্ড তৈরি করে দেয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে৷ 

 এলিজাবেথ শুমাখার/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য