1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ছয় চাকরির একটি পাবেন শরণার্থীরা

২৬ মার্চ ২০১৮

জার্মানির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থার এক প্রতিবেদন বলছে, চলতি বছর জার্মানিতে সাড়ে ছয় লাখ নতুন চাকরি সৃষ্টি হবে৷ এর মধ্যে এক লাখ চাকরি পাবেন শরণার্থীরা৷

https://p.dw.com/p/2uzwi
ছবি: picture-alliance/dpa/M. Schutt

কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থার ‘ইন্সটিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চ’ আইএবি শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করে৷ এতে বলা হয়, চলতি বছর ৪৬ মিলিয়ন মানুষ চাকরিরত থাকবেন, যা যুদ্ধ পরবর্তী জার্মানির জন্য একটি রেকর্ড৷ একই সময় কর্মহীনের সংখ্যা কমে ২ দশমিক ৩ মিলিয়নে দাঁড়াবে, যা ১৯৯০ সালে দুই জার্মানির পুনরেকত্রীকরণের পর সবচেয়ে কম৷

আইএবি প্রতিবেদনের অন্যতম লেখক এনজো ভেবার এক বিবৃতিতে বলেন, ‘‘সাধারণভাবে বললে, গত কয়েক বছরে আমরা জার্মানিতে চাকরির যে ঊর্ধ্বগতি দেখছি, অভিবাসন ছাড়া সেটা সম্ভব হতো না৷’’

অভিবাসীরা তাঁদের দেশে যে শিক্ষা অর্জন করেছেন, সেই সনদের স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া যদি আরও সরল করা যায়, তাহলে আরও বেশি সংখ্যক অভিবাসী চাকরি পেতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

আইএবির প্রতিবেদনে আরও একটি ভালো খবর দেয়া হয়েছে৷ এতে বলা হয়, যে ধরনের চাকরির সংখ্যা বাড়ছে, তার গুনগত মানও ভালো৷ অর্থাৎ যেসব সংস্থা এ ধরনের চাকরি সৃষ্টি করছে, আর যাঁরা চাকরি পাচ্ছেন, উভয়েই সামাজিক কল্যাণ ব্যবস্থায় অবদান রাখছে৷ অন্যদিকে, ‘মিনিজব’ বলে পরিচিত যে ধরনের চাকরি সামাজিক কল্যাণ ব্যবস্থায় অবদান রাখতে পারে না, সে ধরনের চাকরির সংখ্যা একই থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

২০১৫ সাল থেকে জার্মানিতে বিপুল পরিমাণ শরণার্থী প্রবেশ করায় ঘণ্টাপ্রতি বেতনের পরিমাণ কমে যাওয়ার আশংকা করেছিলেন অনেকে৷ তবে আইএবির প্রতিবেদনে সেই শংকা প্রত্যাখ্যান করা হয়েছে৷ ‘‘জার্মানিতে অনেক অভিবাসীর আগমন বেকারত্বের হার, জিডিপি ও বেতনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি,’’ আরেক জরিপে লিখেছেন ভেবার ও তাঁর সহকর্মী লেখক জাবিনে ক্লিঙ্গার৷

জেফারসন চেজ/জেডএইচ