1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ট্রেন থামালো পরিবেশবাদীরা

১৪ আগস্ট ২০১৯

সরকারের ‘ব্যর্থ জলবায়ু নীতি'র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি মালবাহী ট্রেন থামিয়ে রেখেছিলেন জার্মানির পরিবেশ আন্দোলনকারীরা৷

https://p.dw.com/p/3Nstd
ছবি: picture-alliance/dpa/B. Marks

জলবায়ু পরিবর্তনের জন্য মোটরগাড়ির শিল্পায়ন দায়ী এই দাবি তুলে মঙ্গলবার একদল পরিবেশ আন্দোলনকারী জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ভল্ফসবুর্গে ফোল্কসভাগেনের নতুন ২০০টি গাড়ি বোঝাই ট্রেনটি কয়েক ঘণ্টার জন্য থামিয়ে রাখেন৷

স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০-৩৫ জনের মতো পরিবেশ আন্দোলনকারী এতে অংশ নিয়ে ভোল্কসভাগেনের কারখানা এবং একটি স্থানীয় স্টেশনের মধ্যে একটি সেতুর ওপর ট্রেনটিকে থামতে বাধ্য করে৷

পুলিশের ১৫ জন কর্মকর্তা ঘটনাস্থলে গেলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি৷

জার্মান রেল সংস্থা ডয়চে বানের মতে, ট্রেনটি ভল্ফসবুর্গে ফোল্কসভাগেনের কারখানা ছেড়ে যাওয়ার পর এর গতিরোধ করা হলেও অন্য ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি৷

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, সন্ধ্যায় অবরোধ তুলে দেওয়া হয়েছে৷ বেশ কয়েকজনকে আটক করা হলেও তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়৷

জার্মান প্রেস এজেন্সি ডিপিএ'র ভাষ্য, আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা ওই গাড়ির উৎপাদন প্রক্রিয়ায় বিলম্ব ঘটানোর চেষ্টা করেছেন৷ তবে ফোল্কসভাগেন জানিয়েছে, এই ঘটনায় তাদের গাড়ি উৎপাদন ও বিতরণে কোনো প্রভাব পড়েনি৷

এসআই/এসিবি  (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান