1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে প্রথম বিদেশি মেয়র

১৭ জুন ২০১৯

এই প্রথম কোনো একজন বিদেশি নাগরিককে মেয়র হিসাবে পাচ্ছে জার্মানির কোনো শহর৷ রজটক শহরে নির্বাচিত লর্ড মেয়র ক্লাউস রুহি মাসেন একজন ডেনিশ নাগরিক৷

https://p.dw.com/p/3KZX7
Deutschland Oberbürgermeister-Stichwahl in Rostock |  Claus Ruhe Madsen
ছবি: picture.alliance/dpa/B. Wüstneck

জার্মানির উত্তর প্রান্তের শহর রজটকের মেয়র পদে চূড়ান্ত নির্বাচনে জিতেছেন ক্লাউস রুহি মাসেন৷

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাসেন ৫৭ শতাংশ ভোট পেয়েছেন৷ তার প্রধান প্রতিদ্বন্দ্বী উগ্র-বামপন্থী ‘লিংকে' দলের স্টিফেন বোকহান পেয়েছেন ৪৩ ভাগ ভোট৷

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটস (সিডিইউ) এবং ফ্রি ডেমোক্রেটস (এফডিপি) মাসেনকে সমর্থন দিয়েছিল৷ তারা সেখানে কাউকে প্রার্থী করেনি৷

কোপেনহেগেনের অধিবাসী মাসেন ১৯৯২ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন৷ এর সাত বছর পর রজটকে চলে আসেন তিনি৷

মেয়র নির্বাচনের আগে ছয় বছর ধরে রজটকের চেম্বার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের সভাপতি ছিলেন মাসেন৷ পাঁচটি আসবাবপত্রের দোকান আছে তাঁর৷

সাত বছর মেয়াদে মেয়রের আসনে থাকবেন ৪৬ বছর বয়সি মাসেন৷ এই সময়ে দোকানগুলো চালাবেন তাঁর স্ত্রী৷

এমবি/ (এএফপি, ডিপিএ)