1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বড়দিনের বাজার

৩ ডিসেম্বর ২০১০
https://p.dw.com/p/QOwH

বছর ঘুরে শীতের হিমেল আমেজ নিয়ে প্রায় আসি আসি করছে বড়দিন - খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব৷ আর তাই, অন্যান্য বারের মতো এবারও জার্মানিতে শুরু হয়ে গেছে সেই উৎসবেরই প্রস্তুতি৷ ঝকঝকে আলোর মালা উজ্জ্বল করে তুলেছে রাস্তাঘাট, দোকান-পাট, অফিস-আদালত৷ ছোট-বড় সব শহরেই গড়ে উঠেছে বড়দিনের বাজার৷ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা৷ তার ওপর বাড়িতে বাড়িতে, কাঁচের জানলায় শোভা পাচ্ছে বর্ণিল আলোক সজ্জা, কাগজের তৈরি নানা রকম ছবি৷ রান্নাঘর থেকে ভেসে আসছে লোভনীয় সুগন্ধ৷ দেখুন সেই বাজারই এক ঝলক...