1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল ঘোষণা

২১ জুলাই ২০২১

সাম্প্রতিক বন্যায় বাড়ি-ঘর, ব্যবসা, রাস্তাঘাট ও রেলপথের কয়েকশত কোটি ইউরোর ক্ষতি হওয়ার পর তা কাটিয়ে উঠতে আক্রান্ত এলাকায় জরুরি অর্থ সহায়তা গোষণা করেছে ম্যার্কেল সরকার৷

https://p.dw.com/p/3xo1S
বন্যা দুর্গত অঞ্চলে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকারের সহায়তা পৌঁছানোর ঘোষণা দেন আঙ্গেলা ম্যার্কেল৷ছবি: Wolfgang Rattay/AFP/Getty Images

বুধবার এ নিয়ে কথা বলতে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেনচ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ বৈঠকের পর অর্থমন্ত্রী ওলাফ শোলৎস জানান, জরুরি সহায়তায় ২০ কোটি ইউরো বরাদ্দ করতে রাজি হয়েছে ফেডারেল সরকার৷

এর আগে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছিল এই তহবিল হবে ৪০ কোটি ইউরোর৷ এর অর্ধেক দেবে ফেডারেল সরকার, বাকি অর্থ আসবে রাজ্যগুলোর তহবিল থেকে৷

পরবর্তীতে অতিপ্রয়োজনীয় অবকাঠামো পুনর্নির্মাণে বড় আকারের শত কোটি ইউরোর প্যাকেজ ঘোষণা করার কথাও ভাবছে সরকার৷ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো হিসাব করা হচ্ছে৷ তবে সড়ক ও রেলপথ মিলিয়ে ক্ষতির পরিমাণ ২০০ কোটি ইউরো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

এই অর্থ ফেডারেল ও আঞ্চলিক বাজেট থেকে বরাদ্দ করা হবে৷ ইউরোপীয় ইউনিয়নের সংহতি তহবিল থেকে অর্থ সহায়তা চাওয়ার কথাও ভাবছে জার্মানি৷

জার্মানির বিমা প্রতিষ্ঠানগুলোর জোট- জিডিভি জানিয়েছে, নর্থ-রাইন ওয়েস্টফালিয়া ও রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্যে বন্যার ক্ষতির জন্য তাদের ৫০০ কোটি ইউরো পর্যন্ত খরচ হতে পারে৷

তবে বাভারিয়া এবং সাক্সনি রাজ্যের ক্ষয়ক্ষতি এই হিসাবের মধ্য়ে ধরা হয়নি৷

এই বন্যাকে জার্মানির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হচ্ছে৷

এডিকে/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান