1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ৫ জনের রহস্যজনক মৃত্যু

১৪ মে ২০১৯

জার্মানির বাভারিয়া রাজ্যের পাসাউ শহরের একটি হোটলের কক্ষ থেকে গত শনিবার তীরবিদ্ধ অবস্থায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছিল৷ এবার ভিটিংগেন শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকেও দু'টি লাশ উদ্ধার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/3IUH1
Bayern, Passau: Drei Tote in Gästezimmer gefunden
ছবি: picture-alliance/dpa/L. Mirgeler

পুলিশ জানায়, পাসাউ শহরের হোটেল থেকে উদ্ধার করা তিন মরদেহের মধ্যে এক নারীর মরদেহও ছিল৷ সোমবার লোয়ার স্যাক্সনি অঞ্চলের ভিটিংগেন শহরের তাঁর অ্যাপার্টমেন্ট থেকেই সোমবার আরো দুজন নারীর লাশ উদ্ধার করা হয়৷

শনিবার পাসাউ শহরের একটি হোটেল থেকে মধ্যযুগীয় এক ধরনের তিরে বিদ্ধ অবস্থায় তিন জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷

নিহতদের মধ্যে ৫৩ বছর বয়স্ক একজন পুরুষ, ৩৩ বছর ও ৩০ বছর বয়স্ক দুজন নারী ছিলেন৷ পুলিশ হোটেল কক্ষের বিছানার উপর থেকে নিহত পুরুষ ও ৩৩ বছর বয়স্ক নারীর লাশ উদ্ধার করে৷ ওই দু'জন জার্মানির রাইনেল্যান্ড-পালাটিনাটের বাসিন্দা৷ ৩০ বছর বয়সি অপর নারীর মৃতদেহ হোটেল কক্ষটির মেঝে থেকে উদ্ধার করে পুলিশ৷ তিনি ভিটিংগেন শহরের বাসিন্দা বলে জানায় পুলিশ৷

তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ৷ তবে জানিয়েছে, নিহতদের  শরীরে তির বিদ্ধ ছিল ৷ প্রাথমিক তদন্তের সময় পুলিশ হোটেলের কক্ষটি থেকে আরো একটি তির উদ্ধার করে৷ নিহতরা একে অপরের আত্মীয় কিনা বা তাঁদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি৷

ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ভিটিংগেনের অ্যাপার্টমেন্টটি থেকে সোমবার আরো দুটি মৃতদেহ উদ্ধার করে৷ পাসাউ শহরের হোটেল ও ভিটিংগেন শহরের ঐ অ্যাপার্টমেন্টের হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা তা বিবেচনায় নিয়ে পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ৷

আরআর/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান