1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসপিডি দলের মন্ত্রী তালিকা

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)n৯ মার্চ ২০১৮

ধাঁধার শেষ অংশের রহস্য উন্মোচন হলো শুক্রবার৷ জার্মানির নতুন মন্ত্রিসভায় এসপিডি দলের সদস্যদের নাম ঘোষণার মধ্য দিয়ে আগামী সরকারের রূপরেখা স্পষ্ট হয়ে গেল৷ আগামী বুধবার পথ চলার শুরু৷

https://p.dw.com/p/2u0J1
এসপিডি শীর্ষ নেত্রী আন্দ্রেয়া নালেস ও ভবিষ্যৎ অর্থমন্ত্রী ওলাফ শলৎস
ছবি: picture-alliance/dpa/M. Kappeler

গোপনীয়তার বেড়াজালে কাজ হয়নি৷ দলের নেতৃত্বের সিদ্ধান্ত আগেই সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে গেছে৷ ফলে এসপিডি নেতারা চরম বিরক্তি প্রকাশ করেছেন৷ শুক্রবার আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নাম ঘোষণার পর জানা গেল, সেই খবর সত্য ছিল৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ যে হামবুর্গ নগর রাজ্যের মুখ্যমন্ত্রী ওলাফ শলৎস পাচ্ছেন, তা বেশ কিছুকাল আগেই শোনা গিয়েছিল৷ ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী হিসেবে সরকারে তিনিই এসপিডি দলের শীর্ষ প্রতিনিধি হচ্ছেন৷ সবচেয়ে জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও বিদায় নিতে হচ্ছে সিগমার গাব্রিয়েলকে৷ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর পদে আসছেন বিদায়ী আইনমন্ত্রী হাইকো মাস৷ পরিবেশমন্ত্রী বারবারা হেন্ডরিক্স নতুন মন্ত্রিসভায় থাকছেন না৷ দলের মনোনীত শীর্ষ নেতা হিসেবে আন্দ্রেয়া নালেস মন্ত্রিসভায় এমন মুখ দেখতে চেয়েছিলেন, যাঁরা দলের প্রতি আনুগত্য দেখিয়ে সংঘবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত৷ সিগমার গাব্রিয়েল বার বার সেই সীমা অতিক্রম করার ফলে তাঁকে বিদায় নিতে হচ্ছে৷

নতুন সরকারে শ্রমমন্ত্রী হচ্ছেন হুব্যার্টুস হাইল৷ বিদায়ী মন্ত্রিসভায় পরিবার কল্যাণমন্ত্রী কাটারিনা বার্লে আগামী সরকারে আইনমন্ত্রীর পদ পাচ্ছেন৷ প্রত্যাশা অনুযায়ী পরিবার কল্যাণমন্ত্রী হচ্ছেন ফ্রানৎসিস্কা গিফাই৷ নতুন পরিবেশমন্ত্রী হচ্ছেন স্ভেনিয়া শুলৎসে৷

নতুন সরকার শপথ নেবার আগেই প্রস্তুতির কাজে পুরোপুরি নেমে পড়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ শুক্রবারই জার্মান শিল্প ও বাণিজ্য জগতের একাধিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি আগামী সরকারের প্রতি তাঁদের প্রত্যাশা সম্পর্কে জানতে চান৷ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে, তার পরিণতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷ সরকারের কাজকর্মে লাল ফিতের ফাঁস কমিয়ে ডিজিটাল পদ্ধতিতে অনুমোদনের বেশ কিছু প্রক্রিয়া চালু করার অঙ্গীকার করছেন ম্যার্কেল৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য