1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির এক শহরে আবার ব্যাপক সংক্রমণ

৪ জুন ২০২০

লকডাউনের কড়াকড়ি শিথিল হওয়ায় উৎসবে মেতেছিল গ্যোটিঙ্গেন শহর৷ তাতেই দেখা দিয়েছে সারা শহরে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা৷ মধ্য জার্মানির শহরটিতে তাই আবার ফিরেছে লকডাউনের কড়াকড়ি৷

https://p.dw.com/p/3dEBh
গ্যোটিঙ্গেন শহরে আবার ফিরেছে লকডাউনের কড়াকড়ি
ছবি: picture-alliance/dpa/S. Pförtner

রমজান শেষ৷ গত ২৩ মে এ আনন্দে সমবেত হয়েই আনন্দে মেতেছিলেন মূলত সাবেক যুগোস্লাভিয়া থেকে আসা কিছু পরিবারের সদস্যরা৷ সেখানে উপস্থিত কয়েকজনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়ে৷ ফলে ওই এলাকা লকডাউন করে সেখানকার ৭০০ পরিবারের প্রত্যকের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ৷ পাশাপাশি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সব ক্লাবে খেলাধুলাও বন্ধ করা হয়েছে আবার৷ বুধবার সন্ধ্যা পর্যন্ত শহরে মোট ১০৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে৷

লকডাউনের কড়াকড়ি শিথিল করায় গ্যোটেঙ্গিনে দেখা দিয়েছিল উৎসবের আমেজ৷ শহরের বড় এক স্কুলের প্রধান শিক্ষক লার্স হুমরিশ বলেন, ‘‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, কিছু মানুষ মনে করেন নিয়ম-কানুন তাদের জন্য প্রযোজ্য নয়৷’’

এদিকে স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের অ্যাসোসিয়েশনের এক নেতা স্থানীয় রেডিওকে জানান, শহরের সব স্কুল আবার বন্ধ ঘোষনা করায় অভিভাবকরা ‘বিস্ময়করভাবে উদ্বিগ্ন’৷ তবে অভিভাবকদের অ্যাসোসিয়েশন বলেছে, স্কুল বন্ধের সিদ্ধান্তে তাদের সমর্থন ছিল৷

জার্মানিতে এ পর্যন্ত এক লক্ষ ৮৪ হাজার ৪২৫ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এর মধ্যে মারা গেছেন মোট আট হাজার ৬৯৯ জন৷ সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিতের সংখ্যা ৬২ লক্ষ ৮৭ হাজার ৭৭১, মৃতের সংখ্যা তিন লক্ষ ৭৯ হাজার ৯৪১৷

এসিবি/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য