1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যান্সেলর হবার দৌড়ে এগিয়ে শলৎস

৭ অক্টোবর ২০২১

জার্মানির সাধারণ নির্বাচনের দুই সপ্তাহের মধ্যেই জোট সরকার গড়ার লক্ষ্যে প্রথম আলোচনার সুযোগ পাচ্ছে এসপিডি দল৷ ফলে ম্যার্কেলের রাজনৈতিক শিবিরের সম্ভাবনা আরো কমে গেল৷

https://p.dw.com/p/41NEy
Sondierungsgespräche zwischen FDP & SPD
ছবি: Annegret Hilse/REUTERS

বৃহস্পতিবারই জার্মানির আগামী জোট সরকারের সম্ভাব্য তিন শরিক দলের মধ্যে প্রথম আলোচনা হচ্ছে৷ নির্বাচনে জয়ী এসপিডি দলের সঙ্গে প্রাথমিক সংলাপ চালাচ্ছে দুই ‘কিংমেকার' সবুজ দল ও উদারপন্থি এফডিপি৷ পারস্পরিক মতপার্থক্য সত্ত্বেও অগ্রগতি হলে সেই আলোচনা প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে জোট গঠনের লক্ষ্যে আলোচনা শুরু হবে৷ এফডিপি দলের নেতা ক্রিস্টিয়ান লিন্ডনার বলেছেন, দেশের অগ্রগতির লক্ষ্যকে কেন্দ্র করে আলোচনা চালালে আপস সম্ভব হবে বলে তিনি আশা করছেন৷

বুধবার এফডিপি ও সবুজ দল এসপিডি-র সঙ্গে সম্মিলিত আলোচনার সিদ্ধান্ত ঘোষণা করে৷ এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলৎস এই দুই দলের সঙ্গে দ্বিপাক্ষিক প্রাথমিক আলোচনাকে ‘গঠনমূলক' হিসেবে বর্ণনা দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন৷ তার মতে, ভোটাররা এই তিন দলকেই সরকার গঠনের দায়িত্ব দিয়েছে, যা এবার পালন করার সময় এসেছে৷

এফডিপি ও সবুজ দল সবার আগে এসিপিডি দলের সঙ্গে সম্মিলিত আলোচনার সিদ্ধান্ত নিলেও এখনো বিকল্প পথ খোলা রেখেছে৷ অর্থাৎ সিডিইউ ও সিএসইউ দলের ইউনিয়ন শিবিরের সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা এখনো পুরোপুরি উড়িয়ে দেয় নি তারা৷ ইউনিয়ন শিবিরের চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেটও সেই পথ পুরোপুরি খোলা রেখেছেন৷ সবার আগে এসপিডি দলের সঙ্গে দুই ‘কিংমেকার' দলের আলোচনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন৷

নির্বাচনে ইউনিয়ন শিবিরের ভরাডুবির পর ব্যাপক অরাজকতা ও বিভাজনের প্রেক্ষাপটে অবশ্য সরকারের নেতৃত্ব দেবার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে৷ বুধবার ‘কিংমেকার' দলের সিদ্ধান্তের পর বাভেরিয়ার মুখ্যমন্ত্রী ও সিএসইউ দলের নেতা মার্কুস স্যোডার নিজের শিবিরের সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছেন৷ তার মতে, ইউনিয়ন শিবির সম্ভবত এ যাত্রায় কোনো সরকারের অংশ হচ্ছে না৷ এমন বাস্তবতা মেনে নেওয়ার সময় এসে গেছে বলে স্যোডার মনে করেন৷

জার্মানিতে ২০১৭ সালের সাধারণ নির্বাচনের পর সরকার গঠনের দির্ঘ প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে কোনো দলই এবার আর বিলম্ব চাইছে না৷ এফডিপি দল গতবার জোট গঠনের লক্ষ্যে আলোচনা ত্যাগ করায় শেষ পর্যন্ত দুই প্রধান রাজনৈতিক শক্তির মহাজোট সরকার গঠিত হয়৷ এবার উদারপন্থিরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে সরকারের অংশ হতে বদ্ধপরিকর৷ তৃতীয় শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে সবুজ দলও সরকারের শরিক হিসেবে নিজস্ব নীতি কার্যকর করে দেখাতে চায়৷ ফলে এসপিডি দলের সঙ্গে দুই ‘কিংমেকার' দলের বিশাল কোনো মতপার্থক্য না দেখা দিলে ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মানির আগামী জোট সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল৷

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য