1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির নতুন বাজেটে রেকর্ড পরিমাণ ঋণ

২০ মার্চ ২০১০

জার্মানির চলতি বছরের বাজেট অনুমোদন করেছে সংসদের নিম্নকক্ষ বুন্দেসটাগ৷ মোট ৩২০ বিলিয়ন ইউরোর এই বাজেটে এবার ঋণের পরিমাণ ধরা হয়েছে ৮০ বিলিয়ন ইউরোরও বেশি৷

https://p.dw.com/p/MXyZ
ছবি: picture alliance / dpa

শুক্রবার বুন্দেসটাগে প্রস্তাবিত বাজেটের পক্ষে ভোট পড়ে ৩১৩ টি, বিপক্ষে পড়ে ২৫৬ টি৷ ফলে আপাতত অনুমোদন পেয়ে গেলো ম্যার্কেল-ভেস্টারভেলে জোট সরকারের প্রস্তাবিত এই বাজেট৷ এবার বাজেটে যে পরিমাণ ঋণ গ্রহণের কথা বলা হয়েছে তা গত বছরের তুলনায় দ্বিগুন৷ কিন্তু ম্যার্কেল সরকারের পক্ষ থেকে আগে থেকেই বলা হচ্ছিল যে বিশ্ব আর্থিক মন্দার যে ধাক্কা লেগেছে অর্থনীতিতে তা থেকে উত্তরণের জন্য এই ঋণ গ্রহণ খুবই প্রয়োজনীয়৷ জার্মান অর্থমন্ত্রী ভোল্ফগাং শ্যোয়েবলে সংসদেও সেকথাই বলেছেন৷ তিনি বর্তমান পরিস্থিতিকে ‘ব্যতিক্রমী জটিল' বলে উল্লেখ করেছেন৷ এর আগে চলতি বছরের শুরুতে ম্যার্কেল সরকারের মন্ত্রিসভা ঋণের পরিমাণ ধরেছিল প্রায় ৮৬ বিলিয়ন ইউরো৷ তবে সংসদে তা কিছুটা কমে আসছে৷ এখন এই বাজেট সংসদের উচ্চ কক্ষ বুন্দেসরাটে অনুমোদিত হতে হবে৷

Deutschland Bundestag Haushalt Angela Merkel Guido Westerwelle
জার্মান সংসদে ম্যার্কেল ও ভেস্টারভেলেছবি: AP

স্বাভাবিক ভাবেই বিরোধী দল এই বাজেটের বিরোধিতা রেছে৷ তারা অভিযোগ করেছে যে আগামী মে মাসের নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের নির্বাচনকে সামনে রেখে সরকার বাজেটের তথ্য এদিক সেদিক করছে৷ সামাজিক গণতন্ত্রী দল এসপিডির নেতা ইওয়াখিম পোস এই ব্যাপারে বলেন, আগামী কয়েক বছরে কি হবে তার একটি ধারণা কেবল তাদের রয়েছে৷ কিন্তু মিউনিসিপ্যাল, কর নীতি এবং আর্থিক বাজারে কি হতে যাচ্ছে তার কোন ধারণা তাদের নেই৷

এদিকে জানা গেছে, আর্থিক মন্দা কাটাতে প্রনোদনা প্যাকেজ এবং ব্যাংকগুলোর উদ্ধার প্যাকেজ সামনে রাখলে সরকারি ঋণের পরিমাণ বেড়ে ১০০ বিলিয়ন ইউরোতে দাঁড়াতে পারে৷ জার্মান সরকারের এই ঋণ গ্রহণের সমালোচনা করেছে ইউরোপীয় কমিশনও৷ ব্রাসেলস আশংকা করছে জার্মানির ঋণের পরিমাণ আগামী ২০১৩ সালের মধ্যে অভ্যন্তরীণ সামষ্টিক উৎপাদন বা জিডিপির ৮২ শতাংশে গিয়ে পৌঁছতে পারে৷ বর্তমানে এর হার জিডিপির ৭৬ শতাংশ৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার