1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বিশ্বকাপ ফুটবল টিম বিপাকে

৪ মে ২০১০

দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় জার্মানির জাতীয় দলে খেলতে পারবেন না রল্ফেস ও আডলার৷ ফলে কোচ'এর সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে৷

https://p.dw.com/p/NE0l
বায়ার দলের রল্ফেস ও আডলার (বাম ও মাঝে) বিশ্বকাপে খেলতে পারবেন নাছবি: Arnulf Boettcher

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর৷ এদিকে জার্মানির চূড়ান্ত টিম গড়ে তোলার কাজে বিঘ্ন ঘটছে৷ যেমন মঙ্গলবার জানা গেল, যে বায়ার লেভারকুজেন দলের মিডফিল্ডার সিমন রল্ফেস ডান হাঁটুতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় খেলতে পারবেন না৷ অপারেশনের পর পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও সময় লাগবে৷

শুধু রল্ফেস নয়, জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না গোলকিপার রেনে আডলারও৷ বায়ার লেভারকুজেন দলের ২৫ বছর বয়স্ক এই খেলোয়াড়ও আহত রয়েছেন, ফলে তাঁকে নতুন করে অপারেশন করাতে হবে৷

Joachim Löw und Kevin Kuranyi
কুরানিকে নিয়ে ল্যোভ’এর পুরানো অভিমান এখনো কাটছে নাছবি: picture alliance / dpa

জাতীয় দলের কোচ ইয়োআখিম ল্যোভ ২৮ বছর বয়স্ক রল্ফেস'এর উপর যথেষ্ট ভরসা করে ছিলেন৷ তাছাড়া তিনি আডলার'কেই প্রধান গোলকিপার হিসেবে খেলাতে চেয়েছিলেন৷ এখন তাঁকে বিকল্প খুঁজতে হবে৷ বৃহস্পতিবার স্টুটগার্ট'এ ল্যোভ জাতীয় দলের একটা রূপরেখা তুলে ধরবেন৷ তবে কেভিন কুরানি'কে দলে না নেবার সিদ্ধান্তে অটল থেকে ল্যোভ ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন৷ এমনকি খোদ ফ্রানৎস বেকেনবাউয়ার মঙ্গলবার বলেছেন, যে ল্যোভ এমন গোঁয়ার মনোভাব দেখিয়ে ভুল করছেন৷ এর বদলে কুরানির সঙ্গে সরাসরি কথা বলে পুরানো মনোমালিন্য মিটিয়ে ফেলা উচিত বলে ‘কাইজার' মনে করেন৷ উল্লেখ্য, ২০০৮ সালে রাশিয়ার বিরুদ্ধে জার্মানির এক ম্যাচ চলাকালীন কুরানি ল্যোভ'কে কিছু না বলে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন৷ ল্যোভ আজও কুরানি'কে ক্ষমা করেন নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক