1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির শিক্ষার্থীদের আবাসন

১ অক্টোবর ২০১৬

জার্মানিতে আগামী মাস থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষার্থীদের নতুন বছর৷ যেখানে ভালো বিশ্ববিদ্যালয় আছে, সেখানে শিক্ষার্থীদের এখন ব্যাপক ভিড়৷ চাহিদা ও সামর্থ্য অনুযায়ী থাকার জায়গা পাচ্ছে না তারা৷ এ যেন এক দুঃস্বপ্ন৷

https://p.dw.com/p/2Qiud
শিক্ষার্থীরা যেভাবে আবাসন খোঁজে
ছবি: picture-alliance/dpa/F. Kästle

আগের বছরগুলোর তুলনায় এবার যেন এই আবাসন সংকট চরমে পৌঁছেছে৷ মোসেস মেনডেলশন ইনস্টিটিউট বা এমএমআই-এর  নতুন এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে৷ জিবিআই রিয়েল স্টেট ফার্ম, রিয়েল স্টেট পোর্টাল, ডাব্লিউজি-গেসুখ্ট.ডি-এর সহযোগিতায় এবং যেসব শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী এক বছরে ভর্তি হয়, সেসব বিশ্ববিদ্যালয়ে গবেষণা চালিয়েছে এমএমআই৷ তা থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, শুধুমাত্র একটি ঘরের জন্য শিক্ষার্থীদের মধ্যে চলছে কাড়াকাড়ি৷ অন্যান্য বাড়ের তুলনায় শিক্ষার্থী বেড়েছে, কিন্তু সেই তুলনায় বাড়ি অপ্রতুল৷ পাশাপাশি ভাড়া বেড়ে গেছে অনেক৷

জার্মানির ১৯টি শহরে এ ধরনের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে এমএমআই৷ বাভেরিয়ার রাজধানী মিউনিখের অবস্থা সবচেয়ে খারাপ, এরপর আছে ফ্রাংকফুর্ট এবং কোলন৷

ভয়াবহ প্রতিযোগিতা

এমএমআই-এর পরিচালক স্টেফান ব্রাউকমান জানান, ২০১৩ সাল থেকে জার্মানির বড় বড় শহরগুলোতে শিক্ষার্থীদের আবাসন সংকট দেখা দিয়েছে৷ হামবুর্গ, স্টুটগার্ড এবং ডার্মস্টাডও আছে এই তালিকায়, যেখানে শিক্ষার্থীদের থাকার জায়গা খুঁজতে হিমশিম খেতে হচ্ছে৷ বিশেষ করে যেসব শিক্ষার্থী জার্মানির বাইরে থেকে এসেছে, তাদের জন্য সমস্যা আরো বেশি এবং সম্প্রতি জার্মানির বাইরে থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে৷ আর এদের কারণে বড় বড় শহরগুলোতে বেড়ে গেছে বাড়ি ভাড়াও৷ সাধারণ শিক্ষার্থীরা একটি অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকে, অর্থাৎ এক রুম বা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকে৷ বর্তমানে এ ধরনের বাসা বা ঘরের ভাড়া মাসে সাড়ে তিনশ' ইউরো৷ অথচ গত বছরই ভাড়া ছিল ৩৩০ ইউরো৷ মিউনিখে সাধারণত এ ধরনের ঘর বা স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া ৫৬০ ইউরো৷ তবে জার্মানির পূর্বাঞ্চলে সাধারণত ২৬২ ইউরোতে ঘর ভাড়া পাওয়া যায়৷

বন্ধু, আপনার শহরেও কি আবাসন সংকট আছে? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

ডাগমার ব্রাইটেনবাখ/এপিবি

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান