জার্মানির সাবেক চ্যান্সেলর ভিলি ব্রান্ট-এর জন্মশতবর্ষ | পাঠক ভাবনা | DW | 20.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানির সাবেক চ্যান্সেলর ভিলি ব্রান্ট-এর জন্মশতবর্ষ

সাবেক পশ্চিম জার্মানি এবং সোভিয়েত ব্লক দেশের মধ্যে পুনর্মিলন অর্জনের লক্ষ্যে তাঁর প্রচেষ্টার জন্য ১৯৭১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন সাবেক চ্যান্সেলর ভিলি ব্রান্ট৷

প্রাক্তন চ্যান্সেলর ভিলি ব্রান্ট-এর জন্মশতবর্ষে ডয়চে ভেলের ফল্কার ভাগেনার এর সংবাদভাষ্যটির মধ্য দিয়ে এই মহান রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ এর প্রতি শ্রদ্ধাঞ্জলিটি ছিলো সময়োপযোগী পরিবেশনা৷

এভাবেই তাঁর ভালো লাগার কথা লিখেছেন এবং প্রতিবেদনটির জন্য ধন্যবাদ দিয়েছেন ভারতের নতুন দিল্লি থেকে পুরনো বন্ধু সুভাষ চক্রবর্তী৷

হাশিমপুর, লালপুর, নাটোর থেকে রাজীব কুমার মন্ডল জানিয়েছেন, প্রতিদিন তিনি সুবিধামত সময় বেছে নিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন এবং তার বেশিরভাগ অবসর সময় কাটে ডিডাব্লিউর ফেসবুক পেজের সাথে৷ ডয়চে ভেলে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে৷

সুন্দর ওয়েবসাইটের জন্য ডয়চে ভেলের সবাইকে ধন্যবাদ৷ যদিও কর্মব্যস্ততার জন্য নিয়মিত ওয়েবসাইট দেখা হয় না, তারপরও সময় পেলেই দেখি৷ ওয়েবসাইটের প্রতিটি প্রতিবেদন এবং সাথে দেওয়া ছবিগুলো ভালো লাগে৷ ছবিগুলো প্রতিবেদনগুলোকে আরো জীবন্ত করে, বলে মন্তব্য করেছেন খড়িখালি, সাতক্ষীরা থেকে বন্ধু জিয়াউর রহমান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন