1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি অবশ্যই বিশ্বকাপ জিততে পারে: ল্যোভ

১৯ এপ্রিল ২০১০

দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় জার্মানির কাপ জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, দাবি করলেন জাতীয় দলের কোচ ইয়োআখিম ল্যোভ৷

https://p.dw.com/p/N0Hl
জয়ের আশা ছাড়তে প্রস্তুত নয় ল্যোভছবি: AP

জার্মানির দক্ষিণে একটি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে ঘরোয়া আলোচনায় ল্যোভ বলেন, স্পেন, ব্রাজিল বা আর্জেন্টিনা এই মুহূর্তে ‘টপ ফেভারিট'দের মধ্যে পড়ে৷ তবে জার্মানির সাফল্যের সম্ভাবনাও কম নয়৷

জার্মান জাতীয় দলে শেষ পর্যন্ত কে কে খেলবেন, সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো প্রস্তুত নন কোচ ল্যোভ৷ এর অন্যতম কারণ, এখনো বুন্ডেসলিগা সহ অন্যান্য লিগে খেলোয়াড়রা ব্যস্ত৷ তাদের শারীরিক অবস্থা, সাফল্যের মাত্রা ইত্যাদি অনেক বিষয় বিবেচনা করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি৷

কেভিন কুরানি'কে নিয়ে অনিশ্চয়তা থাকলেও মিরোস্লাভ ক্লোসে, লুকাস পোডলস্কি এবং মারিও গোমেজ সম্পর্কে যথেষ্ট উৎসাহিত তিনি৷ এমনকি বর্তমানে তাদের তেমন সাফল্যের অভাব সত্ত্বেও তাদের খেলার মান সম্পর্কে তাঁর মনে সন্দেহ নেই৷ ফুটবল বিষয়ক পত্রিকা ‘কিকার'এ তিনি জার্মান দলের রণকৌশল সম্পর্কে কিছুটা পূর্বাভাষ দিয়েছেন৷ তাঁর হিসেব অনুযায়ী মাঠের অগ্রভাগে থাকবেন ক্লোসে, পোডলস্কি এবং গোমেজ৷ আগামী ৬ই মে স্টুটগার্টে মনোনয়নের সময় ল্যোভ দলে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড়ের এক তালিকা পেশ করতে চান৷ এরপর ১লা জুন চূড়ান্ত তালিকা স্থির করা পর্যন্ত ৩ জন বাদ পড়বেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: জাহিদুল হক