1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি, না উরুগুয়ে- কে হবে তৃতীয়

১০ জুলাই ২০১০

বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ জার্মানির প্রতিপক্ষ দু’টি৷ কি অবাক হলেন? না, অবাক হবার কিছু নেই৷ সবুজ মাঠে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে আর ভাইরাস জ্বর বা ফ্লু৷ ফলে প্রতিপক্ষের সংখ্যা বৃদ্ধি বলাটা কি ভুল হবে?

https://p.dw.com/p/OFxs
জার্মানি ও উরুগুয়ের মধ্যে অনুষ্ঠিত ১৯৭০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এটিছবি: AP

আর কয়েক ঘন্টা পরেই এই খেলা৷ সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গিয়ে এমনিতেই হতাশা ভর করেছে খেলোয়াড়দের ওপর৷ তারপর ঠান্ডা-সর্দি! ভেবে দেখুন তো কি খারাপ অবস্থা? কোচ ইওয়াখিম ল্যোভের অবস্থাও তথৈবচ৷ অধিনায়ক ফিলিপ লাম এবং লুকাস পোডলস্কিও কোচের পদাঙ্ক অনুসরণ করেছেন৷

পোর্ট এলিজাবেথে হবে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ৷ সহকারি কোচ হ্যান্সি ফিক থাকবেন মাঠে, খেলোয়াড়দের ছক তৈরির কাজে সহায়তা করতে৷ গতকাল শুক্রবার দলের অনুশীলনও করিয়েছেন তিনি৷

জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজের সামনে সুযোগ বিশ্বকাপে ১৬ গোল করে অতীতের রেকর্ড ভাঙার৷ কিংবা ১৫ গোল করে রোনাল্ডোর রেকর্ড ছোঁয়ার৷ আবার গোল্ডেন বুটের দৌড়েও আছেন তিনি৷ অন্যদিকে তরুণ তারকা থমাস ম্যুলার এর ভান্ডারেও জমা ৪ গোল৷ সুতরাং গোল্ডেন বুটের দৌড় থেকে তাঁকেও বাদ দেওয়া যাচ্ছেনা৷

চলতি বিশ্বকাপের গোল্ডেন বল কে পেতে পারেন তার একটি সম্ভাব্য তালিকা ফিফা প্রকাশ করেছে৷ ১০ নমিনির মধ্য থেকে আগামীকাল গোল্ডেন, সিলভার ও ব্রোঞ্জ বল প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে৷ ফিফা জেনারেল সেক্রেটারি জেরোম ভালকে ও এডিডাসের সিইও হারবার্ট হেইনার বিশ্বকাপ সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন এরই মধ্যে৷

বিশ্বকাপ শুরুর আগে যাঁরা ছিলেন আলোচনায় তাঁদের একটা বড় অংশই এ তালিকায় অনুপস্থিত৷ যেমন কাকা, রোনালদো ও রুনি৷ অবশ্য মেসি এ তালিকায় জায়গা করে নিয়েছেন৷ তালিকায় ফাইনালিস্ট স্পেনের সর্বাধিক ৩ জন ফুটবলার-- ইনিয়েস্তা, জাভি ও ভিয়া-- রয়েছেন৷ অপর ফাইনালিস্ট নেদারল্যান্ডস ও সেমিতে বিদায় নেয়া জার্মানির দুজন করে খেলোয়াড় এতে জায়গা পেয়েছেন৷ এঁরা হলেন নেদারল্যান্ডসের রবেন ও স্নেইডার আর জার্মানির শোয়েনস্টেইগার ও ওজিল৷ এছাড়া ঘানার অসামোয়াহ গিয়ান ও উরুগুয়ের দিয়েগো ফোরলান-ও রয়েছেন এই তালিকায়৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক