1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি বনাম স্পেন-ফেভারিট কে? বিশ্বকাপ কার?

৭ জুলাই ২০১০

আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এবারের বিশ্বকাপের দুই ফেভারিট – জার্মানি আর স্পেন৷ কে পৌঁছবে ফাইনালে? দুই দলই একে অপরের প্রতি সমীহ জানাচ্ছে৷ কিন্তু ফাইনালে কে পৌঁছবে, সেটার উত্তরের দাম মিলিয়ন ডলার৷

https://p.dw.com/p/OCHe
আর্জেন্টিনার পতনের পর জার্মান ফ্যানেদের এই উচ্ছাসের ছবি কী আজও ফিরে আসবে?ছবি: AP

জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ স্পেনকে বেশ সমীহ করছেন৷ এমনকি তিনি বলেন, ‘‘আমার কাছে স্পেন এবারের বিশ্বকাপের ফেভারিট৷'' জার্মান দলের নতুন সুপারস্টার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারও বলেছেন, ‘‘আমি জানি, আমার কাছে স্পেন বিশ্বের সেরা টিম৷ ইংল্যান্ড বা আর্জেন্টিনার তুলনায় এই ম্যাচটা অনেক বেশি কঠিন হবে আমাদের জন্য৷''

প্রশ্ন উঠছে, জার্মান টিম কি জয়ের আশা ছেড়ে দিয়েছে – নাকি ইচ্ছে করেই প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখছে? স্পেনও কিন্তু একই সুরে কথা বলছে৷ দলের ক্যাপ্টেন ও কোচ – দুজনেই জার্মানির প্রশংসা করেছেন৷ স্পেনের কোচ বসকে বলেছেন, এই ম্যাচে জার্মানিই ফেভারিট৷ তাঁদের মতে, দু'বছর আগে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্পেন যে জার্মান দলের মুখোমুখি হয়েছিলো, তার তুলনায় এই জার্মান দলটা অনেকগুণ বেশি শক্তিশালী৷

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Achtelfinale Deutschland vs England
সেরা জার্মান স্ট্রাইকার টোমাস ম্যুলার আজ মাঠের বাইরে৷ ‘ম্যুলারের অভাব বোধ করব’, বলেছেন কোচ ল্যোভ৷ছবি: AP

ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে জার্মানির যে ফর্ম ছিল, আজও সেই ফর্ম বজায় থাকলে জার্মান দল অসাধ্য সাধন করতে পারবে বলে আশা করা হচ্ছে৷ কিন্তু অন্যদিকে স্পেনকে অনেকেই এবারের বিশ্বকাপের সেরা টিম হিসেবে গণ্য করছেন৷ ফলে এমন দুই শক্তিশালী দলের ম্যাচে সাফল্য বা ব্যর্থতা নির্ভর করতে পারে সামান্য একটা ভুলের উপর৷ কোনো সুযোগই হাতছাড়া করার মতো বিলাসিতা করতে পারবে না কোনো পক্ষই৷

এবারের বিশ্বকাপে জার্মানির তারকা টোমাস ম্যুলার আজকের ম্যাচে খেলতে পারছেন না৷ তাঁর জায়গায় কাকে মাঠে নামানো হবে, তা এখনো স্পষ্ট নয়৷ স্পেনের স্ট্রাইকার ফ্যার্নান্দো তোরেস'কে মাঠে নামানো হবে কি না, তাও স্পষ্ট নয়৷ কারণ তিনি এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেন নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়