1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হতাশ গুগল

১৬ মে ২০১৩

গুগলে কোনো কিছু খুঁজতে গেলে স্বয়ংক্রিয়ভাবে সে আপনাকে কিছু ‘সাজেশন’ দেয়৷ ফলে কোনো শব্দের বানান সঠিক না জানলেও সাজেশনের কারণে আপনি ঠিক বিষয়টা পেয়ে যেতে পারেন৷ এই সেবার নাম ‘অটোকমপ্লিট’৷

https://p.dw.com/p/18YGI
Berlin/ Ein Aufnahme durch eine Lupe zeigt am Samstag (08.09.12) in Berlin fuer eine Fotoillustration die Internetseite von google, bei der Google-Autovervollstaendigung des Suchbegriffes "Bettina Wulff". Der Internetkonzern Google weist den Unterlassungsanspruch der Frau des frueheren Bundespraesidenten, Bettina Wulff, zurueck. "Die bei der Google-Autovervollstaendigung sichtbaren Suchbegriffe spiegeln die tatsaechlichen Suchbegriffe aller Nutzer wider", sagte der Sprecher von Google Nord-Europa, Kay Oberbeck, am Samstag auf dapd-Anfrage. Die angezeigten Begriffe seien "das algorithmisch erzeugte Resultat mehrerer objektiver Faktoren, inklusive der Popularitaet der eingegebenen Suchbegriffe". (zu dapd-Text) Foto: Oliver Lang/dapd
ছবি: dapd

সম্প্রতি জার্মানির এক ব্যক্তি এই সেবার বিরুদ্ধে আদালতে মামলা করেন৷ গণমাধ্যমে ঐ ব্যক্তির নাম ‘আরএস' বলা হচ্ছে৷ তাঁর অভিযোগ, কেউ যদি তাঁর পরিচালিত কোম্পানি খুঁজতে গুগলের জার্মান ভাষার ওয়েবসাইটে কিছু লেখে তাহলে সাজেশন হিসেবে ‘সায়েন্টোলজি', ‘প্রতারক' এমন সব মানহানিকর শব্দ চলে আসে৷

উল্লেখ্য, সায়েন্টোলজি হচ্ছে একটা ধর্মীয় সম্প্রদায় যাদের কাজকর্ম জার্মানির সংবিধান পরিপন্থি বলে মনে করা হয়৷ তবে সায়েন্টোলজির অনুসারীরা এটা মানতে রাজি নন৷

ARCHIV - Auf dem Display eines iPhones ist die Startseite von Google Deutschland darstellt, aufgenommen am 19.03.2010. Die EU-Kommission leitet gegen den Internet-Konzern Google ein Missbrauchsverfahren ein. Die EU-Wettbewerbshüter werden untersuchen, ob Google seine marktbeherrschende Stellung bei der Online-Suche missbraucht haben könnte, teilte die EU-Kommission am Dienstag (30.11.2010) in Brüssel mit. Foto: Soeren Stache dpa +++(c) dpa - Bildfunk+++
গুগলে কোনো কিছু খুঁজতে গেলে স্বয়ংক্রিয়ভাবে সে আপনাকে কিছু ‘সাজেশন’ দেয়ছবি: picture-alliance/dpa

বিষয়টা নিয়ে ‘আরএস' আদালতে মামলা করে অটোকমপ্লিট সেবা বন্ধ করে দেয়ার অনুরোধ জানায়৷ এই প্রেক্ষিতে আদালত গুগলকে আরএস এর অনুরোধ বাস্তবায়ন করার নির্দেশ দেয়৷

আদালত রায়ে আরও বলে যে, গুগলকে অটোকমপ্লিট সেবা পুরোপুরি বাতিল করতে হবে না৷ তবে অন্য কোনো ব্যবহারকারী যদি ভবিষ্যতে নির্দিষ্টভাবে তার বিষয়ে অনুরোধ করে তাহলে গুগলকে সেটা আমলে নিতে হবে৷

গুগল অবশ্য আদালতের এ রায়ে হতাশা প্রকাশ করেছে৷ তারা বলছে, অটোকমপ্লিট সেবা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে৷ বেশিরভাগ ব্যবহারকারী যা খোঁজে সেটা বিবেচনা করেই সাজেশন দেয় এই সেবা৷

এর আগেও জার্মানিতে অটোকমপ্লিট নিয়ে গুগলের বিরুদ্ধে মামলা হয়েছে৷ সেটা ছিল জার্মানির সাবেক ফার্স্ট লেডি বেটিনা ভুল্ফকে নিয়ে৷ মামলায় অভিযোগ করা হয়, বেটিনা ভুল্ফ লিখতে গেলে অটোকমপ্লিট সেবার মাধ্যমে ‘যৌনকর্মী' সহ আপত্তিকর শব্দ চলে আসে!

সেই মামলাটি এখনো চলছে৷

জেডএইচ/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য