জার্মান দলকে অভিনন্দন! | পাঠক ভাবনা | DW | 14.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মান দলকে অভিনন্দন!

উষ্ণ অভিনন্দন জার্মান দলকে৷ বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর শিরোপা জয় করে নিয়ে এলো আমার প্রিয় দল, প্রিয় দেশ৷ মো.আফজাল আলী খান, মধ্য আলিপুর, ফরিদপুর থেকে এভাবেই অভিনন্দন জানিয়েছেন ই-মেলে৷

আমার মতো কোটি কোটি ফুটবলপ্রেমীর স্বপ্ন পূরণ করে জার্মান ফুটবল দল চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিশেষ শুভেচ্ছা৷ তপতী সরকার, হটুদেওয়ান নাগেরপাড়া, বর্ধমান৷


অনেক অনেক অভিনন্দন ডয়েচলান্ডকে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে কোটি কোটি সমর্থকের স্বপ্ন পূরণের জন্য৷ বিজয়ের এ আনন্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব৷ অভিনন্দন ক্লোজেকে৷ ম্যুলার, নয়ার, ফিলিপ লাম, সামি, ক্রোস, গ্যোটৎসে, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, ও্যজিলদের জন্য অনেক অনেক শুভকামনা, যেন এ জয় আগামীতেও বজায় থাকে এবং সমর্থকদের আনন্দে ভাসিয়ে রাখে – এই কামনায় জার্মান দলের অনেক অনেক বড় ভক্ত কাজী তৃণা৷

অন্বেষণ কুইজের ফলাফল

১১ জুলাই থেকে ১৩ জুলাইয়ের ‘অন্বেষণ' কুইজ, অর্থাৎ সাপ্তাহিক ফেসবুক প্রতিযোগিতার এবারের প্রশ্ন ছিল, সার্স রোগের উৎস কী? সঠিক উত্তর করোনা ভাইরাস৷ উত্তর দিয়েছেন মোট ৪৪৮ জন বন্ধু৷ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷

এবারের ভাগ্যবান বিজয়ী হয়েছেন মাসরুর আহমেদ ৷ মাসরুর, আপনাকে আন্তরিক অভিনন্দন! আপনার কাছে বিশেষ অনুরোধ আপনার পোস্টাল অ্যাড্রেসটি আমাদের ফেসবুকের ম্যাসেজ বক্স বা ই-মেলে পাঠিয়ে দেবেন যেন আপনার পুরস্কার ঠিকভাবে পাঠানো সম্ভব হয়৷

টপ গেম কুইজ বিজয়ী

রবিবার ছিলো বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা, জার্মানি বনাম আর্জেন্টিনা৷ সারা বিশ্ব জেনে গেছে ২০১৪ সালের চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি৷ এই কুইজে বিজয়ী হয়েছেন সেনের হুদা, চুয়াডাঙ্গার পুরনো বন্ধু হায়দার আলী মাষ্টার৷ হায়দার আলী, আপনাকেও অভিনন্দন!

শনিবার ১২ই জুলাই ছিলো ব্রাজিল বনাম হল্যান্ডের খেলা৷ টপগেম কুইজের প্রশ্ন ছিলো কে জিতবে ঐ খেলায়? বিজয়ী হল্যান্ড৷ সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত হয়েছেন মো. সাব্বির, মেসার্স আলাউদ্দিন এন্ড সন্স, জনতা মার্কেট, নওগাঁ৷ বন্ধু সাব্বির আপনাকেও অভিনন্দন৷

যাঁরা টপগেম কুইজে এ পর্যন্ত বিজয়ী হয়েছেন তাঁদের কাছে আস্তে আস্তে পুরস্কার পাঠানো শুরু হবে৷ বিজয়ী বন্ধুদের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কেমন? পুরস্কার পাঠানো হবে রেজিষ্ট্রিডাকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন