জার্মান দলকে অভিনন্দন ! | পাঠক ভাবনা | DW | 28.06.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মান দলকে অভিনন্দন !

আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা গ্রহণ করবেন৷ আশা করি আপনারা ডয়েচে ভেলে বাংলা বিভাগের সবাই ভাল আছেন৷ বিশ্বকাপের ২য় পর্বে ইংল্যান্ড কে ৪:১ গোলে ...

হারানোর জন্য জার্মান দলকে অভিনন্দন জানাচ্ছি৷ মোঃ সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া-৫৮০০ বাংলাদেশ৷

জার্মান দলকে অভিনন্দন৷ জার্মান দল খুব ভালো খেলে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে৷ এবারের বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ান হোক এটাই আমার আশা৷ জার্মানির জনগণ এবং ফুটবলটিমের জন্য রইলো আমার শুভেচ্ছা ও শুভ কামনা৷ মালিক আমির বক্স, রিয়াজাবাদ, মুলতান, পাঞ্জাব, পাকিস্তান৷

জার্মান দলকে অভিনন্দন ! তাপস নাথ, কলকাতা, ভারত৷

ধন্যবাদ জার্মান দলকে৷ জার্মানির বিজয়ে আমরা খুবই খুশি ৷ তারিখ হাসান , রাজশাহী৷

জার্মানি ৪:১ গোলে ইংল্যান্ডকে পরাজিত করে উঠে গেলো কোয়ার্টার ফাইনালে৷ এতে আমরা ভীষণ খুশি৷ জার্মান দলের সাফল্য কামনা করি৷ পারভিনা নাসরিন, নিজামুদ্দিন সেখ, আবদুর রহমান, মুর্শিদাবাদ৷

স্বপ্নের ম্যাচ খেলল জার্মানি, ইংল্যান্ডকে কে হারিয়ে দিলো পরিষ্কার ৪:১ গোলের ব্যবধানে৷ লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছে জার্মানি দৃঢ় পদক্ষেপে৷ এবার হারাবে আর্জেন্টিনাকে৷ আমার বাজি ২-০৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷


শুরুতেই শুভেচ্ছা৷ আমরা বিশেষভাবে লক্ষ্য করে আসছি, লালমনিরহাট থেকে

ডয়চে ভেলের এফএম শ্রোতাদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছেনা৷ তাই

আমাদের টার্গেট অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগ করে বেশ কয়েকজন এফ এম শ্রোতাবন্ধুর মতামত পেয়েছি এবং আমার বিশ্বাস, তারা শীঘ্রই এফএম সম্পর্কে তাদের মতামত জানাবে৷ লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আব্দুল হক, সাইফুল ইসলাম আশা, স্বপন কুমার বর্মন, শরৎচন্দ্র রায়, নূরুজ্জামান প্রমুখ নতুন শ্রোতারা এফএম ব্যান্ডে DW খুব ভাল শুনতে পাচ্ছেন৷ এছাড়া নীলফামারী থেকেও এফ এম ব্যান্ডের শ্রবনমান আশাব্যঞ্জক বলে দুজন শ্রোতাবন্ধুর কাছে থেকে ফোনে জানলাম৷ লালমনিরহাটের এফএম বন্ধুরা যাতে নিয়মিত ডয়চে ভেলেতে মতামত পাঠায় সেজন্য আমি আমার ক্লাবের পক্ষ থেকে কিছুদিনের মধ্যেই তাদের সাথে এফএম নিয়ে আলোচনায় মিলিত হতে পারব বলে আশা রাখছি৷ সেইসাথে নিজেরা বঞ্চিত থাকলেও বিভিন্ন এলাকায় এফএম শ্রোতা বৃদ্ধির তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে আপাতত রাখছি৷ আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা শর্টওয়েভ লিসনার্স ক্লাব, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

সংসার আর অফিসের ব্যস্ততার কারণে আমি ডয়চে ভেলের অনুষ্ঠান অনিয়মিতভাবে শুনছি৷ আমাকে আপনাদের মেইলিং লিস্টে তালিকাভুক্ত করে নিবেন৷ ডয়চে ভেলের ওয়েব সাইটটি দেখছি৷ দারুণ তথ্যসমৃদ্ধ! তবে অনুরোধ করবো ছবি খুঁজুন পুরস্কার জিতুন বিভাগে পুরস্কার বিজয়ী একজনের পরিবর্তে দুইজন করার৷গুলশানআরা, প্রধান শিক্ষিকা, নকিপুর জমিদার বাড়ি, সাতক্ষীরা, বাংলাদেশ৷

ডয়াচে ভেলের বাংলা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, শুনে আনন্দ পাই৷ মোঃওবাইদুল ইসলাম রাজ, নন্দনপুর(স্বপ্নপুরী)নবাবগন্ঞ্জ, দিনাজপুর৷

হরতাল শব্দটা শোনার সাথে সাথে মনে হয় যেন, এই বুঝি সব কিছু স্তব্ধ হয়ে গেল৷ সাধারণ মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, এটা কেমন রাজনীতি ? রাজনীতি হবে জনগণের পাশে থাকার জন্যগণের অধিকার আদায়ের জন্য৷ তবে তা কেন জনগণের ক্ষতির কারণ হবে ? একদিন হরতাল হলে বাংলাদেশের যে শত শত কোটি টাকা ক্ষতি হচ্ছে তার দায়ভার কে নেবে ? আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই এবং আমরা প্রত্যাশা করি আমাদের সকল দাবী আদায়ের স্থান হবে সংসদ ভবন৷ মোটর সাইকেল পোড়ালে দু’হাজার টাকা পুরস্কার! এধরনের খবর পড়ে সত্যি আমরা অবাক হয়েছি৷ এটা কেমন হরতাল ? মোঃ ওবায়দুল্লাহ পিন্টু৷