1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পত্রিকায় নয়া দিল্লির কমনওয়েলথ গেমস

১৭ অক্টোবর ২০১০

কমনওয়েলথ গেমস শুরু হবার আগেই তার সাংগঠনিক প্রস্তুতির নানা ঘাটতি নিয়ে ভারতের মিডিয়া ছিল সরব৷ এই ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত অবশেষে৷ জার্মান পত্রপত্রিকাতেও এই আয়োজনের বিশ্লেষণ ঠাঁই পেয়েছে৷

https://p.dw.com/p/Pg3x
জার্মান, পত্রিকা, নয়া দিল্লি, কমনওয়েলথ, গেমস
ছবি: dapd

বিশ্ব মানের এক আয়োজন এটাকে বলা যাবেনা৷ তবে ভারত খুশি যে কমনওয়েলথ গেমস খুব বড় রকমের বিপর্যয় ছাড়াই শেষ হয়ে গেছে৷ দ্রুত বিকাশমান অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের ভাবমূর্তিটা কিন্তু টাল খেয়ে গেছে৷ এই মন্তব্য করেছে জার্মানভাষী সুইস দৈনিক ‘নয় স্যুরশার সাইটুং'৷ পত্রিকা ভারতের মিডিয়ার ভাষ্যকারদের সমালোচনাভরা মতামতের প্রসঙ্গ টেনে লিখছে:

রাজনৈতিক পর্যবেক্ষকরা এবিষয়ে একমত যে ভারত এক গতিময়, দ্রুত উন্নত দেশ হিসেবে নিজেকে উপস্থিত করার মূল্যবান সুযোগটির সদ্ব্যবহার করতে পারেনি৷ অদক্ষ ও দুর্নীতিপরায়ণ এক আমলাতন্ত্র এবং পশ্চাদপদ পরিকাঠামোর এক দেশের ছবিই যেন সারা দুনিয়ার টেলিভিশনের পর্দায় ধরা পড়েছে৷ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া নিয়ে ভারতের শিল্প ও বণিক সংঘও উদ্বেগ প্রকাশ করেছে৷ তবে সোনার পদক জয়ের দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী ভারতের নিজের ক্রীড়াবিদরা যে এত ভাল করেছে, সেটা অনেকের জন্যই বড় সান্ত্বনা৷

প্রাকৃতিক দুর্যোগ আর জঙ্গি তৎপরতায় জেরবার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মুশাররফ হঠাৎ করে সরব হয়েছেন৷ নিজেকে দুর্ভোগ পীড়িত জনগণের ত্রাতা হিসেবে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন৷ লন্ডনে বসে নিজের একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে তিনি ইসলামাবাদের রাজনৈতিক মঞ্চে ধুলোর ঝড় তুলেছেন, মন্তব্য করেছে বার্লিন থেকে প্রকাশিত নয়েস ডয়েচলান্ড৷ পত্রিকা লিখছে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পরিস্থিতি প্রশমিত করার চেষ্টায় জোর দিয়ে বলেন, ‘‘রাজনৈতিক অভিনেতাদের সকল ষড়যন্ত্র সত্ত্বেও'' তাঁর সরকার তার কর্মকাল শেষ করবে৷ পত্রিকা লিখছে:

পাকিস্তানের রাজনীতিতে আবার ফিরে যাওয়ার জন্য মুশাররফ স্পষ্টত বর্তমান পরিস্থিতির সুযোগটাকে কাজে লাগাতে চান৷ বন্যা বিপর্যয়ের দুর্ভোগে জনগণ এখনও ক্লিষ্ট৷ প্রেসিডেন্ট জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি যথাসময়ে সুসমন্বিত উদ্ধার ও সাহায্য তৎপরতা চালু করতে পারেননি, এরকম সমালোচনা এখনও শোনা যাচ্ছে৷ ... এরকম এক পরিস্থিতিতে পারভেজ মুশাররফ মনে করছেন, ফিনিক্স পাখির মত ‘জাতির উদ্ধারকর্তা' হিসেবে উঠে আসার সুযোগ তাঁর রয়েছে৷ সে যাই হোক, আপাতত তিনি অবশ্য ইসলামাবাদের রাজনৈতিক মঞ্চের ওপর আরও ঝড় তুলে যাবেন বলেই মনে হয়৷

ভাষান্তর: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য