1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল হবে না নতুন ১০০ ডলারের নোট

২৬ এপ্রিল ২০১০

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ প্রথমবারের মত নতুন ১০০ ডলারের নোট জনসমক্ষে প্রদর্শন করলো৷ আর, নতুন ১০০ ডলারের এই নোটটি জাল করে নকল নোট তৈরি করা যাবে না৷

https://p.dw.com/p/N6D4
১০০ ডলারের নতুন নোটছবি: AP

রাজস্ব বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন ডিজাইনের নোট বের করতে এবং জালনোটকারীদের সুযোগ না দিতে মার্কিন সরকার ডিজিটাল ও প্রিন্টিং প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির মূল্যায়ণ করে থাকে৷

ওয়াশিংটন ডিসি'তে রাজস্ব দপ্তরের ভবনে ২১ এপ্রিল এই নতুন ১০০ ডলারের নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর মার্কিন এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং দপ্তরের পরিচালক ল্যারি ফেলিক্স এই নোটের নিরাপত্তামূলক কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন৷ এই বৈশিষ্ট্যগুলোর কারণেই এই নতুন নোট জাল করা সম্ভব হবে না বলে উল্লেখ করা হচ্ছে৷

এই নোটে রয়েছে ত্রিমাত্রিক এক সিকিউরিটি রিবন৷ এই প্রযুক্তির কারণে নতুন নোট ঘোরালে তাতে ফুটে উঠবে ঘন্টার ছবি আর সংখ্যা ১০০৷ নতুন এই নোটের সামনের দিকটি অন্য রকম৷ নোটটি ঘোরালে ঘন্টার রঙ বদলে যায়৷ তামাটে থেকে তা থেকে সবুজে পরিণত হয়৷ আর এই রঙ কখনও দেখা যাবে এবং কখনও অদৃশ্য হয়ে যায়৷

নোটের সামনের ডান দিকে দেখা যাবে স্বাধীনতার ঘোষণা থেকে অংশ৷ জাতির জনকরা যে কলম দিয়ে ঘোষণায় সই করেছিলেন দেখা যাবে তার ছবিও৷ নোটের সামনের প্রতিকৃতিও বড় রাখা হয়েছে৷ পুরনো একশো ডলারে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের যে জলছাপ ছবি আছে সেটা নতুন নোটেও রাখা হয়েছে৷ আগের মতই নোটে নিরাপত্তা সুতোটা থাকছে৷

উল্লেখ্য, সারা বিশ্বে সবচেয়ে বেশি জাল হয় ১০০ ডলারের নোট৷ আর তা রোধ করতেই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন এই নোট তৈরি করা হল৷ আগামী বছরের ১০ ফেব্রুয়ারি এই নোট ছাড়া হবে৷

প্রতিবেদন : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক