1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিজ্ঞাসাবাদ করা হবে ডোনাল্ড ট্রাম্পকে!

৯ জানুয়ারি ২০১৮

গেল নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবেন ফেডারেল তদন্ত সংস্থার বিশেষ কাউন্সেল রবার্ট মালার৷ ট্রাম্প কোনো ‘অন্যায়ে' জড়িয়েছিলেন কি না তা-ই যাচাই করা হবে৷

https://p.dw.com/p/2qZMZ
USA Trump und Lawrow
ছবি: picture alliance/dpa/A. Sherbak

এরই মধ্যে মালার প্রেসিডেন্টের সাক্ষাৎ চেয়েছেন বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম৷ এনবিসি নিউজ সবার আগে এমন একটি প্রতিবেদন প্রকাশ করে৷ পরে ওয়াশিংটন পোস্টসহ অন্যান্য গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে৷

পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ট্রাম্প৷ তবে জিজ্ঞাসাবাদ যেন নির্দিষ্ট গন্ডির মধ্যেই থাকে, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করছেন ট্রাম্পের আইনজীবীরা৷ জিজ্ঞাসাবাদ ‘অতি দ্রুত' হবে বলে জানিয়েছে পত্রিকাগুলো৷

এদিকে, এ ঘটনায় হতাশা ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে৷ হোয়াইট হাউস এতদিন ভাবেনি যে, তদন্ত ২০১৮ পর্যন্ত টেনে নেবেন মালার৷ এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের তিনজনকে অভিযুক্ত করা হয়েছে৷

প্রচারণা দলের সাবেক যোগাযোগ বিষয়ক প্রধান পল ম্যানাফর্ট তো বলেই দিয়েছিলেন যে, মালার তার এখতিয়ার লঙ্ঘন করছেন৷

এদিকে, হোয়াইট হাউসের দূত টাই কব ও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলো চাইছেন, মালার যেন প্রশ্নগুলো আগেভাগে দিয়ে দেন, অথবা সাক্ষাৎকারে ট্রাম্প যেন প্রশ্নের লিখিত উত্তর দিতে পারেন৷

এদিকে, এই সাক্ষাৎকারের সঙ্গে জড়িত একজনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে যে, প্রেসিডেন্টের জন্য আলাদা নিয়ম তৈরির কোনো আগ্রহ মালারের নেই৷ বিশেষ করে, সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি প্রসঙ্গে৷ গত বছরের মে মাসে তাঁকে বরখাস্ত করেন ট্রাম্প৷

তখন থেকেই কোমি বলে আসছেন যে, প্রেসিডেন্ট তাঁকে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে কোনো যোগসাজশ আছে কিনা তা তদন্ত করতে নিষেধ করেছিলেন৷

মাইকেল শুমাখার/জেডএ