1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুগাবেকে নিয়ে মঞ্চনাটক

১৭ সেপ্টেম্বর ২০১৩

মাত্র কদিন আগে আবারো জিম্বাবোয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন৷ যদিও কারচুপির বিস্তর অভিযোগ এনেছেন তাঁর বিরোধীপক্ষ৷ যেমনটা হয়ে আসছে গত কয়েক নির্বাচন ধরেই৷ সব মিলিয়ে বিশ্ব গণমাধ্যমের এক আলোচিত চরিত্র রবার্ট মুগাবে৷

https://p.dw.com/p/19idW
Zimbabwe's President Robert Mugabe addresses the crowd gathered to commemorate Heroes Day in Harare August 12, 2013. Mugabe told critics of his disputed re-election to "go hang" on Monday, dismissing his rivals as "Western-sponsored stooges" at a liberation war commemoration that was boycotted by his principal challenger. The Movement for Democratic Change (MDC) of Mugabe's rival Morgan Tsvangirai filed a court challenge on Friday against the announced landslide win of Mugabe and his ZANU-PF party in the July 31 vote, alleging widespread rigging and intimidation. REUTERS/Philimon Bulawayo (ZIMBABWE - Tags: POLITICS ELECTIONS HEADSHOT)
ছবি: Reuters

মিডিয়ায় মুগাবে সংক্রান্ত খবরগুলো দেখলে তাঁকে ‘মনস্টার' বা পিশাচ গোছের কেউ মনে হতে পারে, যার কথাই সব৷ কিন্তু নাটকে তাঁকে দেখানো হয়েছে একজন হতাশাগ্রস্ত রোগী হিসেবে৷ ‘ব্রেকফাস্ট উইথ মুগাবে' নামের নাটকটি সম্পর্কে এর ব্রিটিশ লেখক ফ্রেজার গ্রেস এএফপিকে বলেছেন, ‘‘মুগাবে যখন ক্ষমতায় ছিলেন তখন তাঁকে মনস্টার হিসেবে দেখানো হয়েছে৷ তাই আমি শুরুতে বলতে চেয়েছি ‘মনস্টার্স আর মেড, নট বর্ন'৷''

ফ্রেজার গ্রেস নাটকটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন ২০০২ সালে লন্ডনের টাইমস পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ থেকে৷ জিম্বাবোয়েতে সে সময়টা ছিল নির্বাচনের সময়৷ চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই নির্বাচনে যথারীতি জিতেছিলেন মুগাবে, এবং যথারীতি তাঁর বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা হয়েছিল৷

তবে টাইমসের প্রবন্ধ অনুযায়ী, সে সময়টায় মুগাবেকে স্বপ্নে তাড়িয়ে বেড়াচ্ছিলেন তাঁরই একসময়কার সঙ্গী কমরেড, যিনি আগেই নিহত হয়েছেন৷ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে মুগাবে নিয়োগ দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ মনোবিজ্ঞানীকে, যে শ্বেতাঙ্গ বা সাদাদের বিরুদ্ধে সংগ্রাম করেই তিনি আলোচিত হয়েছেন৷

নাটকে দেখা যায়, মনোবিজ্ঞানী যখন মুগাবের চিকিৎসা করছিলেন, তখনো মুগাবে ঐ মনোবিজ্ঞানীকে তাঁর পূর্বপুরুষের অত্যাচারের কথা তুলে ধরে আক্রমণ করছিলেন৷

২০০৫ সালে লন্ডনে এই নাটকটি প্রথম মঞ্চায়িত হয়েছিল৷ এখন সেটা চলছে নিউ ইয়র্কের অফ-ব্রডওয়েতে৷ আগস্টের ৭ তারিখে শুরু হওয়া নাটকটি চলবে অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত৷

জেডএইচ / এসবি (এএফপি)