1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিয়া দেশে হত্যার রাজনীতি শুরু করেন - প্রধানমন্ত্রী

৪ নভেম্বর ২০১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া দেশে হত্যার রাজনীতি শুরু করেছিলেন৷ মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের তাঁর সময়ে বেছে বেছে হত্যা করা হয়েছে৷ তাঁর অনুসারীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে৷

https://p.dw.com/p/Pxop
Bangladesh, premier, Sheikh, Hasina, Wajed, প্রধানমন্ত্রী, শেখ, হাসিনা, জিয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

প্রধানমন্ত্রী তাদের ব্যাপারে সাবধান থাকতে বলেছেন৷ অন্যদিকে, জিয়া জেল হত্যায় জড়িত ছিলেন বলে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া হয়েছে তাকে অসত্য বলেছে বিএনপি৷

জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, '৭৫-এর পর দেশে হত্যার রাজনীতি শুরু হয়৷ জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ড ইতিহাসের বর্বর এবং নির্মমতম ঘটনা৷ তিনি বলেন, খালেদ মোশাররফ, মেজর হুদা ও হায়দারসহ যারা মুক্তিযুদ্ধের বীর সেনানী তাদের সবাইকে হত্যা করা হয়েছে৷ প্রধানমন্ত্রী দেশে চিরদিনের জন্য হত্যার রাজনীতি বন্ধ করতে জনগণের সহায়তা চান৷

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিএনপি সেই ষড়যন্ত্রের রাজনীতি অব্যাহত রেখেছে৷ তারা সরকারকে বেকায়দায় ফেলতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তিনি উদাহরণ দিয়ে বলেন রাতে যখন সবাই ঘুমায় তখন বিদ্যুৎ লাগেনা৷ অথচ তখন লোডশেডিং হয়৷ এটা কিভাবে সম্ভব ?

অন্যদিকে, জিয়া জেল হত্যার সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি৷ বিএনপি নেতা এমকে আনোয়ার দাবী করছেন '৭৫-এর ৩রা নভেম্বর রাতে জেল হত্যার ঘটনা ঘটে ৷ আর ওইদিন সকাল থেকেই জিয়া বন্দি ছিলেন৷ তাহলে জিয়া কিভাবে জেল হত্যায় জড়িত থাকেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য