1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবনের সর্বোচ্চ মূল্য ১০ হাজার টাকা!

১১ ডিসেম্বর ২০১০

আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজের নাবিকদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি৷ রয়েছে খালেদা জিয়ার আসবাব নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ৷ শাহরুখ খানের ঢাকা কনসার্টের খবর৷

https://p.dw.com/p/QVnK
ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে জনপ্রতি ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হয়ছবি: AP

বাংলাদেশি জাহাজ ছিনতাই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিরোনাম, ‘ছিনতাই হওয়া জাহাজের অবস্থান শনাক্ত'৷ আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি গতকাল সোমালীয় উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল৷ ইতিমধ্যে এটি উপকূলে পৌঁছানোর কথা৷ তবে, অপহরণের পর ই-মেইলে বা স্যাটেলাইট ফোনের মাধ্যমে এই জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপন এখনো সম্ভব হয়নি৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘জলদস্যুদের কবলে ২৬ বাংলাদেশি, জাহাজটি সোমালিয়ায়?' বাংলাদেশের নৌপরিবহণমন্ত্রী নাবিক ও জাহাজটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন৷ তবে মালিক কর্তৃপক্ষ বলছে, অপহরণের পর ছয়দিন পেরিয়ে গেলেও ওই জাহাজ ও নাবিকদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়৷

সেনানিবাসের বাড়ি নিয়ে আলোচনা চলছেই

দৈনিক যুগান্তরসহ কয়েকটি পত্রিকা এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘খালেদা জিয়ার আসবাবপত্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: খোন্দকার দেলোয়ার'৷ বৃহস্পতিবার শেখ হাসিনা সংসদে বিরোধী নেত্রীর বাড়ির আসবাবপত্রের একটি হিসেব তুলে ধরেন৷ এর প্রতিবাদ জানিয়েছে বিএনপি৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘হাসিনার পরিবারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বিএনপির'৷

‘কিং খান'

‘নাচলেন নাচালেন ঢাকা মাতালেন', - শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ৷ বলিউডের ‘কিং খান' খ্যাত শাহরুখ খান শুক্রবার ঢাকায় একটি কনসার্টে অংশে নেন৷ তাঁর সঙ্গে ছিলেন বলিউড তারকা রাণী মুখার্জি, অর্জুন রামপালসহ একদল শিল্পী৷ এই বিষয়ে দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘ঢাকা মাতালেন ‘কিং খান' শাহরুখ'৷ প্রায় ২৫ থেকে ৩০ হাজার দর্শনার্থী এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন ঢাকার আর্মি স্টেডিয়ামে৷ বেসরকারি টেলিভিশনেও সরাসরি প্রচার করা হয়েছে এটি৷ সব মিলিয়ে চমৎকার এক উৎসবে জেগে উঠেছিল ঢাকাবাসী, এমনটাই জানাচ্ছে গণমাধ্যম৷

জীবনের মূল্য

‘জীবনের মূল্য এতই কম!' নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় নিহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবার ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন৷ টাকার অঙ্কে এই ক্ষতিপূরণের পরিমাণ ১০ হাজার টাকা৷ মন্ত্রী নিজেই অবশ্য জানিয়েছেন, এ টাকা একেবারে অপ্রতুল, অমানবিক৷ দৈনিক সমকাল দিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম