1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবন বাঁচাতে লড়ছেন নাভালনি

২২ এপ্রিল ২০২১

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্বাস্থ্যের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে জানা যাচ্ছে৷ তাকে বাঁচাতে তাই বড় আন্দোলনে নামতে চাচ্ছে তার সমর্থকরা৷

https://p.dw.com/p/3sM7s
Deutschland Demonstranten in Berlin fordern "Freiheit für Nawalny"
ছবি: John Macdougall/Getty Images/AFP

এপ্রিলের মাঝামাঝি সময়ে এক খোলা চিঠিতে মস্কোর চিকিৎসকেরা জানিয়েছেন যে কারাবন্দি আলেক্সি নাভালনির শারীরিক অবস্থা নাটকীয়ভাবে খারাপ হচ্ছে৷ নিজের বিশ্বস্ত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর দাবিতে গত ৩১ মার্চ থেকে অনশনে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত এই রাজনীতিবিদ৷ তবে, রুশ কর্তৃপক্ষ এখনো তার সেই দাবি মেনে নেয়নি৷

নাভালনির ঘনিষ্ঠরা জানিয়েছেন, সাম্প্রতিক এক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে কারাবন্দি এই রাজনীতিবিদের শরীরে পটাশিয়ামের উপস্থিতি বেশ বেশি যা কার্ডিয়াক অ্যারেস্ট বা অ্যারিথমিয়ার কারণ হতে পারে৷ তবে, রুশ কর্তৃপক্ষ বলছে নাভালনির স্বাস্থ্যের অবস্থা ‘‘সন্তোষজনক৷''

গতবছর রাশিয়ায় নাভালনিকে বিষপ্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল৷ এরপর বেশ কয়েকমাস জার্মানির রাজধানী বার্লিনে চিকিৎসা নিয়েছিলেন নাভালনি৷ পরবর্তীতে তিনি দেশে ফিরে গেলে মস্কোর একটি বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ৷ তাকে দুর্নীতির অপরাধে কারাবন্দি করা হয়েছে যদিও তিনি সেসব অভিযোগ অস্বীকার করেছেন৷ বর্তমানে হাই-সিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন তিনি৷ 

এদিকে, নাভালনির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা নেতারাও৷ কাউন্সিল ফর ইউরোপের সঙ্গে এক ভিডিও বৈঠকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছেন যে জার্মানি চেষ্টা করছে যাতে নাভালনি উপযুক্ত চিকিৎসা সেবা পান৷ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে কারাগারে যদি নাভালনির মৃত্যু হয় তাহলে রাশিয়াকে কঠোর পরিনাম ভোগ করতে হবে৷

নাভালনকি ছাড়িয়ে নিতে তার সমর্থকরাও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে৷ বুধবারও দেশটিতে বিক্ষোভ করেছে তার সমর্থকরা৷ তবে পুটিন প্রশাসন এখনো এই রাজনীতিবিদকে মুক্তির বা নিজের পছন্দ মতো চিকিৎসা করানোর কোন সুযোগ দেয়ার কথা জানায়নি৷

রোমান গঞ্চারেন্কো / এআই