1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবন বাঁচাতে সানাই রেখে সবজির ভ্যানে

২১ জুলাই ২০২১

সানাইয়ের ঝংকারে বিয়ের অনুষ্ঠানগুলো মাতিয়ে তুলতেন মৌলভীবাজারের মঞ্জু বাদ্যকর৷ করোনায় বড় অনুষ্ঠান বন্ধ থাকায় রোজগার বন্ধ৷ তাই জীবিকার তাগিদে বাদ্যকরের হাতে এখন সবজির ভ্যান৷

https://p.dw.com/p/3xmCY
বাদ্যকর মঞ্জুছবি: bdnews24.com

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, লকডাউন, কঠোর বিধিনিষেধ আর স্বাস্থ্যবিধির কারণে বড় পরিসরে বিয়ের আয়োজন না থাকায় বন্ধ হয়ে গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামের মঞ্জু বাদ্যকরদের রোজগার৷ বাদ্যকর জানান, গত দেড় বছর ধরে বিয়ের অনুষ্ঠানে কেউ না ডাকায় খুব কষ্ট করে তার সংসার চলছে৷ তাদের শব্দকর সম্প্রদায়ের মূল পেশা বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো৷ অন্য পেশায় তারা খুব একটা স্বাচ্ছন্দ বোধ করেন না এবং বংশ পরম্পরায় তারা এ পেশায় আছেন৷ দুই ছেলেও তার মতোই বাদক৷ বাবা, ছেলে তিনজনই করোনাকালে বেকার হয়ে পড়েন৷ পেটের তাগিদে তারা কখনো কখনো লাকড়ি কুড়িয়ে বিক্রি করেছেন, আবার কখনো মাটি কাটার কাজ করেছেন৷ মঞ্জু বাদ্যকর বলেন, "মানুষের কাছে এখন হাত পাতা ছাড়া উপায় নেই৷”

Bangladesch Musiker Monju baddyokar
সবজি ভ্যান নিয়ে মঞ্জু বাদ্যকর ছবি: bdnews24.com

এই পরিস্থিতে পাশে এসে দাঁড়ায়িছেন শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সদস্যরা৷ সম্প্রতি তারা এই শিল্পীকে সবজিসহ একটি ভ্যানগাড়ি উপহার দিয়েছেন৷ রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক বলেন, "মঞ্জু বাদ্যকর খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন৷ এক প্যাকেট খাদ্য সামগ্রী উপহার দিলে দুই-তিন বেলায় শেষ হয়ে যাবে৷ তার সংকটের স্থায়ী সমাধানের চিন্তা থেকে তাকে প্রথম চালানের সবজিসহ একটি ভ্যানরিকশা উপহার দেওয়া হয়৷”

মঞ্জু বাদ্যকর যে হাতে সানাই, ঝনা, ঢাক, সাইড ড্রাম, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্র বাজাতেন সেই হাতেই এখন তিনি ভ্যান নিয়ে দুয়ারে দুয়ারে সবজি বিক্রি করছেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান