1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুলকারনাইন নিজ অবস্থানের ব্যাখ্যা দিলেন পিসিবির কাছে

১২ নভেম্বর ২০১০

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কথা বলেছেন দলের উইকেট রক্ষক জুলকারনাইন হায়দারের সঙ্গে৷ দুবাইয়ে দল ছেড়ে পালিয়ে গিয়ে লন্ডনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার পরে জুলাকারনাইকে পিসিবি-র সব ধরণের সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/Q6cm
জুলকারনাইন হায়দারছবি: AP

বৃহস্পতিবার জুলকারনাইনের সঙ্গে টেলিফোনে কথা বলেন পিসিবি প্রধান ইজাজ বাট৷ এই সময়েই তিনি জুলকারনাইনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন৷ এইদিনই ‘জিও নিউজ'কে জুলকারনাইন বলেছেন, ‘‘ আমি তাঁকে সব কিছু ব্যাখ্যা করেছি৷ আমি তাঁকে বলেছি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে পাতানো খেলা সম্পর্কে কোন ধরণের হৈচৈ যেন করা না হয়, আমাকে দেওয়া এই হুমকির ব্যাপারে আমি যে সত্যিই খুব উদ্বিগ্ন ছিলাম তা তাঁকে বলেছি৷''

এই পাকিস্তানি উইকেট রক্ষক বলেন, ‘‘পিসিবি চেয়ারম্যানকে আমি সবকিছু বলেছি, এবং বোর্ড আমাকে সবধরণের সাহায্য সহযোগিতা করবেন বলে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন৷'' ২৪ বছর বয়স্ক এই উইকেট রক্ষক ব্রিটেনে তাঁর আশ্রয় প্রার্থনার আবেদন প্রসঙ্গে বলেন, ‘‘আমি এতো বোকা নই যে লন্ডনে আসার জন্যে আমার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করবো এবং দেশ ত্যাগ করবো৷ আমি একটা কারণে এটি করেছি এবং লন্ডনে আমি নিরাপদ বোধ করছি৷''

যুক্তরাজ্যে পাকিস্তানের হাই কমিশনার ওয়াজিদ শামসুল হাসান বৃহস্পতিবার জুলকারনাইনের সঙ্গে দেখা করেছেন৷ পরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি এই খেলোয়াড়ের কথা শুনেছেন এবং যখনই তাঁর কোন ধরণের সাহায্যের প্রয়োজন হবে দূতাবাস তাঁকে সবধরণের সহযোগিতা দেবে৷

এদিকে ইংলিশ গ্রাম ক্রিকেট ক্লাব ল্যাশিংস পাকিস্তানি উইকেট রক্ষক জুলকারনাইন হায়দারকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছে৷ ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা চাচ্ছে হায়দার ২০১১ মৌসুমে তাদের দলের হয়ে খেলুক৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম