1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেএমবির নতুন প্রধান মাওলানা সাইদুর গ্রেফতার

২৫ মে ২০১০

জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ৷ শায়খ আব্দুর রহমানের ফাঁসির পর সাইদুর রহমানই জেএমবি সংগঠিত করেছিল৷ পুলিশের আইজি জানিয়েছেন জেএমবির সঙ্গে আন্তর্জাতিক জঙ্গীদের যোগাযোগ রয়েছে৷

https://p.dw.com/p/NWbD
২০০৬ সালে জেএমবির তৎকালীন প্রধান শায়খ আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়৷ছবি: DW

দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও বিচারক হত্যার পর ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে জামা'আতুল মুজাহেদীন-জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়৷ এর পর ধরা পড়ে জঙ্গী নেতা বাংলাভাই৷

২০০৭ সালের মার্চে শায়খ আব্দুর রহমানসহ ৬ শীর্ষ জঙ্গিকে ফাঁসি দেয়া হয়৷ তখন জেএমবির প্রধান হিসেবে দায়িত্ব নেন মাওলানা সাইদুর রহমান৷ মাওলানা সাইদুর রহমানকেও অবশেষে পুলিশ গ্রেফতার করেছে৷ মঙ্গলবার আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশের আইজি নূর মোহাম্মদ৷ তিনি জানান, ঢাকার দনিয়া এলাকায় জেএমবি আস্তানা গেড়েছিল৷ সেখান থেকে আরো ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷

পুলিশের আইজি জানান, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদী বই, বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র তৈরির ক্যাটালগ উদ্ধার করা হয়৷ তিনি বলেন, মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে জেএমবি সংগঠিত হয়েছিল৷ তাদের দলে আত্মঘাতী ও মহিলা স্কোয়াড রয়েছে৷ আর আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে জেএমবি জঙ্গিদের৷

দু‘দিন আগে পুলিশ দনিয়া এলাকা থেকে আরো কয়েকজন জেএমবি জঙ্গীকে গ্রেফতার করে৷ তখন তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে৷ ওই বোমায় ৭ পুলিশ সদস্য আহত হন৷ পুলিশের আইজি জানিয়েছেন জঙ্গিরা সংগঠিত হচ্ছে সত্য৷ তবে তাদের মোকাবিলায় পুলিশ সক্ষম৷ তিনি জানান, নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের তৎপরতারও খবর তারা পাচ্ছেন৷ জেএমবি নেতা সাইদুর রহমানকে আদালতে হাজির করে রিমান্ডে নেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন