1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেএমবির শূরা সদস্যসহ ৩ জন গ্রেফতার

২ অক্টোবর ২০১০

নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত একজন শূরা সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে ব়্যাব৷তাদের কাছে প্রেট্রোল বোমা ও বিস্ফোরক পাওয়া গেছে৷

https://p.dw.com/p/PSui
ব়্যাব সদস্যছবি: DPA

ব়্যাব কর্মকর্তারা জানিয়েছেন, জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান গ্রেফতার হওয়ার পর তারা নতুন নেতৃত্ব সংগঠিত করছিল৷ পরিকল্পনা করছিল নাশকতার৷

শনিবার ভোর রাতে ঢাকার অদূরে সাভারে বাস থেকে নামে জেএমবির কেন্দ্রীয় পরিষদ মজলিসের শূরা সদস্য শরিফুল ইসলাম এবং এহসার সদস্য শাহীনুর ইসলাম ও চাইনুর রহমান৷ বাস থেকে নামার পরই তাদের আটক করে ব়্যাব সদস্যরা৷ তাদের ব্যাগ তল্লাশী করে ৮টি পেট্রোল বোমা এবং কুমড়োর মধ্যে লুকনো বিস্ফোরক উদ্ধার করে৷

ব়্যাবের পরিচালক কমান্ডার মো. সোহায়েল জানান, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সংগঠনকে বেগবান করতে তারা নানা ধরনের পরিকল্পনা করছিল৷ তারা পরিকল্পনা নিয়েছিল সারা দেশে পুস্তিকা এবং লিফলেট প্রচারের৷

কমান্ডার মো. সোহায়েল জানান, সংগঠনকে চাঙ্গা করতে তারা ঢাকায় নাশকতার পরিকল্পনাও করছিল৷ এজন্য জেএমবির সদস্যরা পরিচয় গোপন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ নেয়৷ কেউ কেউ ঢাকায় অবস্থান করে ফেরিওয়ালার ছদ্মবেশে৷ শরিফুল ইসলাম ঢাকার একটি মোটর ওয়ার্কশপে কাজ করত৷ তাদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে৷

আটক ৩জন জেএমবি সদস্যকে এর আগেও গ্রেফতার হয়েছিল, তবে তারা জামিনে ছাড়া পায়৷ শূরা সদস্য শরিফুল ইসলাম ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলায় জয়পুরহাটের দায়িত্বে ছিল৷ ওই মামলায় তার যাবজ্জীবন করাদন্ড হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী