1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেমস বন্ড আসছেন ২০১২ সালে

১৫ জানুয়ারি ২০১১

জেমস বন্ড আসছেন৷ যারা এই সিরিজের ছবি ভালোবাসেন তাদের জন্য সত্যিই এটি সুসংবাদ৷ জেমস বন্ড সিরিজের নতুন ছবি আসছে আগামী বছর৷ সবকিছু ঠিকঠাক থাকলে ২০১২ সালে নভেম্বর মাসে রূপালি পর্দায় ঝড় তুলবে ছবিটি৷

https://p.dw.com/p/zxpw
ড্যানিয়েল ক্রেইগছবি: AP

বন্ড সিরিজের এই ২৩তম ছবিটিতে ফিরে আসছেন ড্যানিয়েল ক্রেইগ৷ তাকে আবার দেখা যাবে সুপারস্পাই হিসেবে৷ আর ছবিটির পরিচালনা করবেন স্যাম মেন্ডেজ৷

গত বছর ফিল্ম স্টুডিও এমজিএম ব্যাঙ্কঋণে জর্জরিত হয়ে দেউলিয়া হওয়ার কারণে ছবি তৈরির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল৷ এর আগে ইওএন প্রোডাকশনের কাছে এমজিএম স্টুডিওর প্রায় ৩.৭ বিলিয়ন ডলার দেনা থাকায় বন্ড সিরিজের ২৩ তম ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল৷ তবে এ সম্পর্কে এমজিএম স্টুডিও সম্প্রতি জানিয়েছে, তাদের পাওনাদাররা তাদের অর্থ পরিশোধের জন্য আরও কিছু সময় দিতে সম্মত হয়েছেন৷ সংবাদমাধ্যমগুলো বলছে, ক্রেইগ বরাবরই স্বপ্ন দেখেছেন ছবিটির কাজ আবার শুরু হবে এবং তিনি আবারো বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন৷ শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন পূরণ হলো৷

এদিকে, গুঞ্জন উঠেছে ক্রেইগের বিপরীতে বন্ডগার্ল চরিত্রে নাকি অভিনয় করবেন তাঁরই গার্লফ্রেন্ড 'দ্য মমি'খ্যাত বৃটিশ অভিনেত্রী ব়্যাচেল ওয়েসেজ৷

উল্লেখ্য, ৪২ বছর বয়সী এই তারকা বন্ড চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন ২০০৬ সালে, 'ক্যাসিনো রয়্যাল' ছবিতে৷ এরপর ২০০৮ সালে বন্ড সিরিজের ২২তম ছবি 'কোয়ান্টাম অফ সোলেস'-এও অভিনয় করেন তিনি৷

ছবিটির পরিচালক স্যাম মেন্ডেজ এবারের জেমস বন্ড সিরিজের ছবিতে দর্শকদের ব্যতিক্রমধর্মী এবং আধুনিক কিছু উপহার দেওয়ার পরিকল্পনা করছেন৷ আর এমজিএম স্টুডিও বন্ড সিরিজের ২৩তম ছবির শুটিং আবার শুরুর প্রস্তুতি ইতোমধ্যেই নিয়ে ফেলেছেন বলেই খবর৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী